মাশরাফিদের বিপক্ষে চেনা চেহারায় খুলনা

সংবাদ
মাশরাফিদের বিপক্ষে চেনা চেহারায় খুলনা
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বিপিএলে প্রথম এলিমিনেটর ম্যাচে টসে হেরে ব্যাট করছে খুলনা টাইটান্স। পুরো আসরে মত খুলনার টপ অর্ডার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়েও ব্যর্থতার পরিচয় দিল। 

ইনিংসের শুরুতেই রংপুরের বোলারদের উকেত বিলিয়ে দিয়ে আসে খুলনা। একে একে শান্ত, আফিফ ও দলের অন্যতম ভরসা মাহমুদুল্লাহও ইতিমধ্যে সাজঘরে ফিরে গেছেন।

এখন পর্যন্ত সাত ওভারের খেলা শেষে তিন উইকেটে ৫৯ রান তুলেছে খুলনা। আরিফুল ও ক্লিঙ্গার ব্যাট করছে। মালিঙ্গা, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম রংপুরের হয়ে উইকেটের দেখা পেয়েছেন।



খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, মাইকেল ক্লিঙ্গার, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নিকোলাস পুরান (উইকেটকিপার), আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, জফরা আর্চার, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ, তানভীর ইসলাম।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, রুবেল হোসেন।

আরো পড়ুন: this topic