promotional_ad

অভিজ্ঞতার কারণে এগিয়ে আছেন পাইবাস?

promotional_ad

বেশ কয়েকজন কোচই কড়া নাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দরজায়। বিসিবিও খুঁজে পেতে চাচ্ছে মনের মতো কোনো কোচকে। কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাসও। 


বাংলাদেশে চার মাস কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা আছে তার। তবে অন্য কোচদের থেকে কি বিসিবির চোখে এগিয়ে থাকবেন তিনি? নাকি ভালো কোনও কোচের সন্ধানও পাচ্ছে না বিসিবি? পাইবাসের সঙ্গে বৈঠক শেষ করে এসব বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন,


"যারা আগে কাজ করে গেছে তাদের মধ্যে কেবল পাইবাসই আছে। এছাড়া আমরা যাদের সাথে কথা বলেছি, সংক্ষিপ্ত তালিকা করেছি তাদের মধ্যে কেউ কিন্তু আগে কাজ করে যায়নি আমাদের সাথে। ও হচ্ছে মাত্র একজন। ভালো কোচ যে একেবারে পাওয়া যাচ্ছে না তাও পুরোপুরি ঠিক নয়। 



promotional_ad

হ্যাঁ, ভালো কোচ যারা তারা এরই মধ্যে কোথাও না কোথাও কাজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আছে সেখান থেকে আমাদের এখানে আসবে কি না। আমাদের এখানে আসতে পারবে কি না। কেউ আছে যারা এই মুহূর্তে আসতে পারবে না, এক বছর পরে আসবে। 


কেউ দুই বছর পরে আসতে পারবে। তার চুক্তি শেষ হলে আমাদের এখানে আসতে চায়। কিন্তু আমাদের এত সময় অপেক্ষা করার তো কোনো সুযোগ নাই। পাইবাস কিন্তু উঁচু মানের একজন কোচ। তার রেপুটেশন এমনই আছে। কাজেই ভালো কোচ পাওয়া যাচ্ছে ব্যাপারটা ঠিক না।"


এদিকে পূর্ববর্তী মেয়াদে বাৎসরিক ৪৫ দিনের ছুটি চেয়েছিলেন পাইবাস। কিন্তু বিসিবি তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছেড়ে পাঁচ মাস পরেই চলে গিয়েছিলেন পাইবাস। তখন বিষয়টি ভালোভাবে নেননি পাপন। এবারের ইন্টার্ভিউতে আগের প্রসঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে জানান,  



"এখনও সেই কথাই বলছে সে। কিন্তু এগুলো বলে আমার লাভ কি? আমাকে কিন্তু এখনও তাই বলছে। আমি স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে তুমি আসতে চাও কেন? সে তারও একটা উত্তর দিয়েছে। আমার মনে হয় না, এগুলো বাইরে বলার দরকার আছে।"





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball