promotional_ad

সিলেট স্টেডিয়ামঃ একটি স্বপ্নের বাগান

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের উদ্বোধনী ম্যাচ সহ মোট ৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্টেডিয়ামের মনোমুগ্ধকর পরিবেশের সাথে রানে ভরা উইকেট সবার মুগ্ধতা পেয়েছে। চারপাশের বেশিরভাগ অংশই বাগানে ঘেরা। কোথাও চা বাগান, আবার কোথায় কমলা লেবুর বাগান, ছোট ছোট টিলা।


বাংলাদেশের প্রসিদ্ধ একটি চা বাগানের নাম 'লাক্কাতুরা'। এই চা বাগানের ভেতরেই স্টেডিয়ামটি অবস্থিত। মাঠের বাইরের মতো ভেতরের সৌন্দর্য চোখে পড়ার মত। স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদ বাংলো সাদৃশ্য।  দূর থেকে যে কেউ দেখলে মনে করবে, চা বাগানের ভেতর কোনো মনোরম 'বাংলো'। এছাড়াও পশ্চিম দিকে রয়েছে সবুজ গ্যালারি। এখানে বসে, শুয়ে, কাত হয়ে খেলার উপভোগ করা যাবে। এমন গ্যালারি বাংলাদেশের আর কোনো স্টেডিয়ামে নেই।


এমন গ্যালারি সাধারণত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে দেখা যায়। স্টেডিয়ামের স্থাপত্য কৌশল প্রসঙ্গে, এই স্টেডিয়ামের প্রকৌশলী মাসুদুর রহমান খান জানিয়েছেন, "আমি যখন স্টেডিয়ামের নকশার কাজ শুরু করি তার আগে সিলেটে আসি। এ অঞ্চলটা ভালোভাবে ঘুরে দেখেছি। আমার মাথায় ছিল এখানকার ঐতিহ্যের সঙ্গে কী মিল রাখা যায়।



promotional_ad

তখন দেখেছি এখানে চা বাগানের বাংলোগুলো, আর পুরনো-নতুন অনেক বাড়িতে এমন টিনের চাল, যেগুলোর রঙ লাল। সেখান থেকেই আমার মাথায় আসে এমনটা বাংলাদেশের কোথাও নেই। এমন ডিজাইন দেখতে পাওয়া যায় দেশের বাইরে। মূলত আমার নকশাতে প্রাধান্য পেয়েছে ঐতিহ্য ও সিলেটের সবুজ প্রকৃতি।"


গ্র‍্যান্ড স্ট্যান্ডের উপরের দিকে মাঝ বরাবর একটি একটি ঘড়ি বসানো রয়েছে। নারীর কপালে টিপ যেমন শোভা বাড়ায়, তেমনি এই গ্র্যান্ড স্ট্যান্ডেরও সৌন্দর্যে পূর্ণতা পেয়েছে এই ঘড়িতে। সেই মাঠেই বিপিএলের চলতি আসর শুরু হয়েছে জমকালো আয়োজনে। বিপিএল সিলেটের মাঠে হয়েছে বলেই, পুরো নগর সেজেছিল নতুন রঙে। সিলেট শহরের প্রবেশ দ্বার ক্বীন ব্রিজ ও শাহজালাল সেতু সেজেছিল রঙিন তোরণে।


ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেছিল সিলেটের দল সিলেট সিক্সার্স। টানা তিন জয়ে ভালো কিছু করে দেখানোর সম্ভাবনা জাগিয়েছিলেন নাসির-সাব্বিররা। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ হেরে শুরু। তারপর দলটি আর মাত্র ১ টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ১৬ হাজার দর্শক আতিথ্য দিয়েছিল দেশি-বিদেশি ক্রিকেটারদের।



বিপিএলের সিলেট পর্বে টিকেট কালোবাজারি, অব্যবস্থাপনা সহ অনেক ব্যর্থতা রয়েছে ঠিকই। তবে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি হাওয়া তৈরি করেছে সিলেট। কি ছিলনা বিপিএলের সিলেট পর্বে? টিকেট নিয়ে ক্রীড়াপ্রেমীদের কাড়াকাড়ি, হাহাকার, ক্ষোভ-বিক্ষোভ সবই ছিল। যারা টিকেট পেয়েছেন, গ্যালারিতে তাদের সরব উপস্থিতি আরো যেন রাঙিয়ে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball