promotional_ad

শ্রীলঙ্কা দলকে ভারত যেতে দেয়নি ক্রীড়ামন্ত্রী

promotional_ad

ভারতে ওয়ানডে সিরিজে দলের সাথে যোগ দেওয়ার জন্য সোমবার (৩রা ডিসেম্বর) রাতে কলম্বো এয়ারপোর্টে পৌঁছে ৯ লঙ্কান ক্রিকেটার। ভারতের উদ্দেশ্যে বিমানে উঠার আগেই তাদের আটকে দেন শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী দায়াসিরি জায়াসেকারা।


বিষয়টি বার্তা সংস্থা এএফপি'র কাছে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক আটকে দেওয়া ৯ ক্রিকেটারের একজন। ওয়ানডে দলের বেশ কয়েকজন ক্রিকেটার মন্ত্রীর অপছন্দের কারণে দলকে এভাবে আটকে দেওয়ার মূল কারন ছিল বলেও জানান সে ক্রিকেটার।


এমনকি দেশ থেকে ভারতের বিমানে ধরতে যাওয়া কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়েও বেশ বিরক্ত শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী। তবে মন্ত্রীর এইরকম কর্তৃত্ব দেখানো লঙ্কান ক্রিকেটে অনিয়মের মধ্যে পড়েনা।



promotional_ad

১৯৭৩ সালের করা এক আইনে ক্রীড়া মন্ত্রীর অনুমতি সাপেক্ষে দল গঠনের নির্দেশনা দেওয়া আছে  শ্রীলঙ্কান ক্রিকেট সংবিধানে। এমনকি শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, নিয়ম সাপেক্ষে ক্রিকেটারদের দেশ ত্যাগের আগে একটা আনুষ্ঠানিক ছাড়পত্র নিতে হয়। তবে তারা সেটি নেয়নি। 


এছাড়াও মন্ত্রণালয় সূত্র আরো জানায়, এই ৯ ক্রিকেটারদের মধ্যে কমপক্ষে দুইটি পরিবর্তনও আসতে পারে। তবে ২০১৭ সালে একদিনের খেলায় এখন পর্যন্ত ২১ ম্যাচে হারতে হয় লঙ্কানদের। দলের এই পারফরম্যান্সেও ক্রীড়া মন্ত্রী খুব একটা সন্তুষ্ট নয়। 


তবে, টেষ্ট স্কোয়াডের থাকা দীনেশ চান্ডিমালরা বর্তমানে ভারতে আছে। ভারতে থাকা টেষ্ট স্কোয়াডের বেশ কয়েকজনের ওয়ানডে দলে থাকায় বাকি ক্রিকেটাররা থিসারা পেরেরা নেতৃত্বে দেশ থেকে উড়ে যাবে। 



সেজন্য ওয়ানডে অধিনায়ক পেরেরাসহ, উপুল থারাঙ্গা, ড্যানুসকা গুনাথিলক, এসল্লা গুরারত্নে, চ্যাথুরাঙ্গা ডি সিলভা, সতীথ পেটিরাণ, দুশমন্টহ ছমিরা এবং নুওয়ান প্রদীপরা বিমান বন্দরে আসেন। তবে মন্ত্রী কর্তৃক হস্তক্ষেপে আপাতত পরবর্তী ঘোষণা ছাড়া যাওয়া হচ্ছেনা লঙ্কানদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball