promotional_ad

পাশ করা আল আমিনের আবার পরীক্ষা

promotional_ad

ফের প্রশ্নবিদ্ধ দেশের পেসার আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে খুলনার বিপক্ষে আল-আমিনের বোলিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মাঠের দুই আম্পায়ার। বিপিএল শেষে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের তালিকায় থাকা স্পিনার শরিফুল্লাহসহ বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন আল আমিন হোসেন। 


খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচের ১৬ তম ওভারের বোলিং করতে আসেন আল আমিন হোসন। সেই ওভারের বেশ কয়েকটি বল নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।


ভিডিও ফুটেজের সহায়তায় বিষয়টি খতিয়ে দেখেছেন বলে ইতিমধ্যে জানিয়েছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ নাসু। এমনকি ১৪ দিনের মধ্যেই পরীক্ষা করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি। নাসু বলেন,


'ভিডিওটা আমি দেখেছি। ও এবারের বিপিএলে যতোগুলো বল করেছে তার মধ্যে কমপক্ষে আট দশটা বল আমি রিভিউ করছি। চৌদ্দ দিনের মধ্যেই আমরা ওর টেস্ট নেবো। তারপরে আমরা সিদ্ধান্ত নেবো।'



promotional_ad

তবে বিপিএলের পরে আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হলেও বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন ভিক্টোরিয়ান্স পেসার আল আমিন হোসেন। কারন এর আগেও বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের তীরে বিদ্ধ হলেও অ্যাকশন পরীক্ষায় পাশ করে যান ডানহাতি এই পেসার। 


আল আমিন বলেন, 'আমি যতটুকু শুনেছি, পরীক্ষা হবে বিপিএলের পরে। কারণ, বিপিএলের মধ্যে সময় হবে না। আগে যেবার হয়েছিলো, সেটা আন্তর্জাতিক খেলার সময়। তখন তারা সন্দেহ প্রকাশ করেছিলেন। পরীক্ষা দিয়েছিলাম, কোন কিছু হয়নি, অ্যাকশনটা ঠিক ছিলো।' 


এদিকে আল আমিন ছাড়াও সিলেট সিক্সার্স স্পিনার শরিফুল্লাহকে দিতে হবে অ্যাকশন পরীক্ষা। মাত্র এক ম্যাচে খেলেই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের তালিকায় আসেন এই অফ-স্পিনার। আল-আমিন ও শরিফুল্লাহর বোলিং অ্যাকশন পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করে নাসির উদ্দিন আহমেদ নাসু বলেন,


'শরীফুল্লাহ'র ভিডিও কিছু দেখলাম। এগুলো আমরা দেখছি। ম্যাচ ভিডিওগুলো আমরা রিভিউ করবো। এর পাশাপাশি আমাদের যে প্রক্রিয়া আছে তার মধ্যেও ওদের পরীক্ষা নেবো।' 



উল্লেখ্য বিপিএল শেষে আল-আমিন ও শরিফুল্লাহকে পরীক্ষা দিতে হলেও আপাতত বিপিএলের খেলা চালিয়ে যেতে পারবে তারা দুইজন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball