promotional_ad

তাসকিন-ওয়াকারের যুগলবন্দী

promotional_ad

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সেই সফরে ব্যর্থ হওয়ার পর দেশে ফিরে বর্তমানে ভাইকিংসদের জার্সিতে বিপিএল খেলতে ব্যস্ত এই পেসার।


ভাইকিংস ইতিমধ্যে শেষ চারের দৌড় থেকে বাদ পড়ে গিয়েছে। দলীয় ব্যর্থতার কারণে মাত্র দুটি ম্যাচে জয়ের মুখ দেখেছে তাসকিন-সৌম্যরা। তবে দল ব্যর্থ হলেও বিপিএলে বল হাতে উইকেট ঠিকই তুলে নিচ্ছেন ডানহাতি এই পেসার।


১১ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল তিনি। কিন্তু তারপরও ইকনোমির দিক দিয়ে মলিন এই পেসার। ৯.৬১ রেটে এখন পর্যন্ত বোলিং করে আসছেন তিনি। 



promotional_ad

কিন্তু তারপরও নিজেকে পুরোদমে ফিরে পেতে মরিয়া তাসকিন। আর তাসকিন যেন স্বরূপে ফিরে আসেন সেজন্য গতকাল ম্যাচ শেষে তাকে বোলিং নিয়ে পরামর্শ নিয়েছেন সিক্সার্সদের মেন্টর ওয়াকার ইউনিস।


ওয়াকারের পরামর্শ পেয়ে নিজেকে মাঠে আরও বেশী প্রমাণ করতে মরিয়া হয়ে আছেন তাসকিন। ওয়াকার তাসকিনকে বলেছিলেন, 'তোমাকে আমি ২০১৫ সাল থেকে দেখছি। গত দুই বছর তো ভালোই খেলেছ। এ বছর খুব একটা ভালো যাচ্ছে না। সমস্যাটা কোথায়' 


এর উত্তরে তাসকিন তাকে জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজটা যখন ভালো যাচ্ছিল না বলের গ্রিপটা পরিবর্তন করেছিলাম। তিনি পরামর্শ দিলেন, খুব বেশি পরিবর্তনের দরকার নেই। তুমি যেভাবে তাসকিন হয়েছ, ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছ, ওটাই অনুশীলন কর। ওটার ওপরই জোর দাও।’



ওয়াকারের মতো কিংবদন্তির সঙ্গে কথা বললে কতটা উপকৃত হওয়া যায়, সেটিই বলছিলেন তাসকিন, ‘সত্যি বলতে কী, দেশি-বিদেশি কোচের কথায় খুব একটা পার্থক্য থাকে না। ওনারা কিংবদন্তি।


তাঁদের যে বিশাল অভিজ্ঞতা, সেখান থেকে কিছু শেয়ার করলে অনেক সময় কাজে দেয়। তিনি প্রচুর ম্যাচ খেলেছেন, অনেক উইকেট নিয়েছেন। রিভার্স সুইংয়ের ওস্তাদ বলা যায়! বললেন, তোমাকে যদি একদিন নেটে পেতাম ভালো হতো। আরেকটু দেখতে পারতাম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball