বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে শেষ চারে মাশরাফির রংপুর

সংবাদ
বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে শেষ চারে মাশরাফির রংপুর
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ১৯ রানে হারিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। একইসঙ্গে এই জয়ে প্লে অফ নিশ্চিত করলো রংপুর।

টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।শুরু থেকেই দারুণ দেখেশুনে খেলেছিল রংপুর। তবে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। শুরুর ব্যাটসম্যানদের মধ্যে রান পেয়েছেন ক্রিস্টোফার গেইল।

চারটি চার এবং দুটি বিশাল ছক্কায় ২৭ বলে ৩৮ রান করেন তিনি। গেইল রানে ফিরলেও এদিনে ব্যর্থ ব্রেন্ডন ম্যাককালাম। তিনে নেমে ১৫ রানে বিদায় নেন তিনি। ওপেনিংয়ে নেমে  জিয়াউর রহমানও সফল হননি (৮ রান) 

ব্যাটসম্যানদের নিয়মিত আসা যাওয়ায় কেবল একপাশ আগলে রেখেছিলেন মোহাম্মদ মিথুন। শেষ পর্যন্ত  ৩৫ বলে ৫০* রান করেন তিনি। অধিনায়ক মাশরাফি করেন ১৫* রান (দুটি চারে)। তাদের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৪৭ রান করে রংপুর।

এটা ছাড়া বলার মতো রান করেননি রংপুরের কোনো ব্যাটসম্যান। সবাই নিয়মিত বিরতিতে আশা যাওয়ার মধ্যেই ছিলেন। রবি বোপারা, চামারা কাপুগেদেরা এবং নাহিদুল ইসলাম যেন একটু দ্রুতই ফিরে গেছেন এদিনে।

খুলনার বোলারদের মধ্যে জোফরা আর্চার দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী, কার্লোস ব্র্যাথওয়েট, শফিউল ইসলাম এবং মোহাম্মদ ইরফান।

রংপুরের মতোই ধীরে সুস্থে ইনিংস শুরু করে খুলনা টাইটান্স। ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ২০ রান (এক চার ও এক ছক্কায়) ও ৮ বলে ৮ রান (একটি ছয়) করে আফিফ হোসেন ফিরে গেলেও দারুণ সাচ্ছন্দে ব্যাট চালাচ্ছিলেন মাইকেল ক্লিঙ্গার। 

এরপরে ১২.৫ ওভারে রবি বোপারার বলে মাশরাফিকে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন মাইকেল ক্লিঙ্গার। চারটি চার ও একটি ছক্কায় ৪৫ বলে ৪৪ রান করেন তিনি। তার একটু পরেই নাজমুল হাসানের বলে বোল্ড হয়ে ফিরে গিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (৯ বলে ৬ রান)।

উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানও (৫ বলে ১রান ) টিকতে পারেননি মিরপুরের বোলিং সহায়ক উইকেটে। একটি ছয় মেরেই হার্ডহিটার  কার্লোস ব্র্যাথওয়েট (৩ বলে ৬) ফিরে গেছেন  লঙ্কান পেসার উদানার বলে।

শেষদিকে জোফরা আর্চার ১১ বলে ১৯ রান করে রান রেট কমালেও রংপুরের জয়ে বাঁধা হতে পারেনি তা। শেষ পর্যন্ত আট উইকেটে ১২৮ রানে থামে খুলনার ইনিংস।

রংপুরের বোলারদের মধ্যে রবি বোপারা দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজি, নাজমুল ইসলাম, নাহিদুল ইসলাম এবং ইসুরু উদানা। 

আরো পড়ুন: this topic