promotional_ad

লো স্কোরিং ম্যাচের নাটকীয়তা দেখলো মিরপুর

promotional_ad

বিপিএলে রংপুরের দেয়া মাত্র ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কুমিল্লাকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই মাশরাফির বোলিংয়ে উইকেট হারায় কুমিল্লা।  ছন্দে না থাকা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে চতুর্থ ওভারেই সাজঘরে পাঠান মাশরাফি।


তবে আরেক ওপেনার তামিম ইকবালের সতর্ক ব্যাটিংয়ে সঠিক পথে ফিরে কুমিল্লা। রান রেটে চোখ রেখে ওয়ানডে মেজাজে ব্যাট করে যান তিনি। কিন্তু ব্যাটিং পাওয়ারপ্লের পরের ওভারে বাউন্ডারি লাইনে নাহিদুলের দুর্দান্ত ক্যাচে থাকে তামিমের ইনিংস।


উইকেট পতনে ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান জস বাটলারের ইনিংসও দীর্ঘ হয়ে দেয় নি রংপুরের বোলাররা। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামে মাত্র ৫ রান যোগ করে আউট হন এই ইংলিশম্যান। 


তবে ইমরুল ও মালিকের ব্যাটে সহজ জয়ের পথে এগোচ্ছিল কুমিল্লা। কিন্তু পর পর দুই ওভারে ইমরুল ও মালিককে সাজঘরে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন মাশরাফি ও নাজমুল। 



promotional_ad

ক্রিজে থাকা দুই নতুন ব্যাটসম্যান স্যামুয়েলস ও সাইফুদ্দিনকে বাউন্ডারি হাঁকাতে দেয়নি কাপ্তান মাশরাফি। রান আটকে উইকেট তুলে নেয়ার চেস্টা করেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে এসে সুফল পান রংপুরের কাপ্তান। 


১০ বলে পাঁচ রান করা সাইফুদ্দিনকে নাজমুলের ক্যাচে পরিণত করে ব্যক্তিগত তৃতীয় উইকেট তুলে নেন মাশরাফি। তখনও জয় থেকে ৮ রান দূরে কুমিল্লা। সদ্য ক্রিজে আসা হাসান আলি অবশ্য চাপের কাছে মাথা নত করেনি।


মাশরাফির স্পেলের শেষ ওভারে ছয় হাঁকিয়ে ম্যাচ নাগালে নিয়ে আসেন এই পাকিস্তানি রিক্রুট। শেষ ওভারে উদারাকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা।  চার উইকেটের জয়ে প্লে অফে জায়গা পাকা করে তামিম ইকবালের দল।


কুমিল্লা ভিক্টরিয়ান্সঃ তামিম ইকবাল , লিটন দাশ , ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জোস বাটলার, শোয়েব মালিক, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আল আমিন হোসেন, মুজিবুর রহমান।



রংপুর রাইডার্সঃ ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রবি বোপারা, চামারা কাপুগেদেড়া, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, ইশুর উদানা, সোহাগ গাজী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball