উইকেট পতনে জমে উঠেছে ম্যাচ

সংবাদ
উইকেট পতনে জমে উঠেছে ম্যাচ
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

বিপিএলে রংপুরের দেয়া মাত্র ৯৮ রানের জবাবে ব্যাট করছে কুমিল্লা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই মাশরাফির বোলিংয়ে উইকেট হারায় কুমিল্লা।  ছন্দে না থাকা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে চতুর্থ ওভারেই সাজঘরে পাঠান মাশরাফি।

তবে আরেক ওপেনার তামিম ইকবালের সতর্ক ব্যাটিংয়ে সঠিক পথে ফিরে কুমিল্লা। রান রেটে চোখ রেখে ওয়ানডে মেজাজে ব্যাট করে যান তিনি। কিন্তু ব্যাটিং পাওয়ারপ্লের পরের ওভারে বাউন্ডারি লাইনে নাহিদুলের দুর্দান্ত ক্যাচে থাকে তামিমের ইনিংস।

উইকেট পতনে ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান জস বাটলারের ইনিংসও দীর্ঘ হয়ে দেয় নি রংপুরের বোলাররা। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামে মাত্র ৫ রান যোগ করে আউট হন এই ইংলিশম্যান। 

তবে ইমরুল ও মালিকের ব্যাটে সহজ জয়ের পথে এগোচ্ছিল কুমিল্লা। কিন্তু পর পর দুই ওভারে ইমরুল ও মালিককে সাজঘরে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন মাশরাফি ও নাজমুল। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে কুমিল্লার স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৭৩ রান। ক্রিজে আছেন স্যামুয়েলস ও সাইফুদ্দিন। 

কুমিল্লা ভিক্টরিয়ান্সঃ তামিম ইকবাল , লিটন দাশ , ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জোস বাটলার, শোয়েব মালিক, হাসান আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আল আমিন হোসেন, মুজিবুর রহমান।

রংপুর রাইডার্সঃ ক্রিস গেইল, জিয়াউর রহমান, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রবি বোপারা, চামারা কাপুগেদেড়া, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, ইশুর উদানা, সোহাগ গাজী।

আরো পড়ুন: this topic