promotional_ad

টেস্টে উইন্ডিজ 'বাতিল পণ্য' হয়ে যায়নি

promotional_ad

ক্যারিবিয়ান ক্রিকেটের সোনালী যুগ আর নেই। তারপরও, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও তাদের আধিপত্য টিকে রয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিবিয়ানদের বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে না। লাল বলের ক্রিকেটে তো আরও দৈন্যদশা চলছে তাদের।




এরই মধ্যে শুক্রবার ভোরে ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জেসন হোল্ডারের দল, যেখানে গত ২২ বছরে সিরিজ জেতেনি উইন্ডিজ ক্রিকেট দল।





promotional_ad

তারপরও, হোল্ডার কিউইদের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী। ক্যারিবিয়ান অধিনায়ক মনে করছেন, সাম্প্রতিক সময়ে তার দলের বেশ কয়েকটি সাফল্য আছে টেস্টেও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আছে।




সঙ্গে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ৩২২ রান তাড়া করে জেতার মত সাফল্য। হোল্ডার তাই মনে করেন, তার দল বর্তমানেও টেস্টে বেশ ভালো অবস্থানে আছে। ওয়েলিংটন টেস্টকে সামনে রেখে তিনি জানিয়েছেন উইন্ডিজ এখনও বাতিল পণ্য হয়ে যায়নি।





ক্যারিবিয়ান অধিনায়কের ভাষ্যমতে, 'আমার মনে হয়, আমাদের এই দলটি বর্তমানে ভালো অবস্থানে আছে। গত এক বছরে আমরা বেশ ভালোভাবে গড়ে উঠেছি। আমরা এখনও বাতিল পণ্য হয়ে যাইনি। এখনও উন্নতির অনেক জায়গা আছে। তবে আমরা সঠিক পথেই আছি।'




সাদা পোষাকের ক্রিকেটে উইন্ডিজের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে হোল্ডার বলেন, 'আমার মনে হয়, এটা দারুণ সিরিজ হবে। বিশেষ করে জিম্বাবুয়ে থেকে জিতে আসার পর। আমি দলের উন্নতি নিয়ে খুশি। এর আগে আমরা ইংল্যান্ডেও ভালো ক্রিকেট খেলেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball