বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কামিন্স, আছেন ৩ ভারতীয়
ছবি: জসপ্রিত বুমরাহর সঙ্গে হাত মেলাচ্ছেন প্যাট কামিন্স, ক্রিকেট অস্ট্রেলিয়া
যদিও সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার জায়গা পাননি সাদা পোশাকের সেরা একাদশে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। তাদের কোনো ক্রিকেটারের জায়গা না পাওয়া তাই বড় চমক।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার, অধিনায়ক রোহিত
২০ ঘন্টা আগে২০২৪ সালের সেরা টেস্ট দলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ইংল্যান্ডের। আর ৩ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতের। জায়সাওয়াল বাদেও একাদশে আছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ।
গত বছর ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে প্রায় রাজত্ব করেছেন জয়সাওয়াল। তিনি সাদা পোশাকে ১ হাজার ৪৭৮ রান করেছেন। তাও আবার ৫৪.৭৪ গড়ে। গত বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে জয়সাওয়াল দ্বিতীয় অবস্থানে ছিলেন।
তার উপরে আছেন কেবল জো রুট। এই ইংলিশ ব্যাটার রান করেছে ১ হাজার ৫৫৬। এদিকে গত বছর ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপাশি বল হাতে ৪৮টি উইকেট নিয়েছেন জাদেজা। আর বুমরাহ বল হাতে ১৪.৯২ গড়ে নিয়েছেন মোট ৭১ উইকেট। এমন পারফরম্যান্সই তাদের সেরা একাদশে জায়গা করে দিয়েছে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ভারতের কেউ
২৪ জানুয়ারি ২৫ইংল্যান্ডের আছেন বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার একমাত্র ক্রিকেট হিসেবে সুযোগ পেয়েছেন প্যাট কামিন্স। তাকে অধিনায়কও করা হয়েছে এই একাদশের। এর বাইরে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস আছেন এই একাদশে। নিউজিল্যান্ডের দুই ক্রিকেটারের মধ্যে আছেন কেন উইলিয়ামসন ও ম্যাট হেনরি।
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ:
যশস্বী জয়সাওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জসপ্রিত বুমরাহ।