বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কামিন্স, আছেন ৩ ভারতীয়

জসপ্রিত বুমরাহর সঙ্গে হাত মেলাচ্ছেন প্যাট কামিন্স, ক্রিকেট অস্ট্রেলিয়া
বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা পেয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সাওয়াল। পুরো বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে এই একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

promotional_ad

যদিও সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার জায়গা পাননি সাদা পোশাকের সেরা একাদশে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। তাদের কোনো ক্রিকেটারের জায়গা না পাওয়া তাই বড় চমক।


আরো পড়ুন

আইসিসির নতুন প্রধান নির্বাহী জিওস্টারের সানযোগ গুপ্তা

৭ জুলাই ২৫
ফাইল ছবি

২০২৪ সালের সেরা টেস্ট দলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ইংল্যান্ডের। আর ৩ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতের। জায়সাওয়াল বাদেও একাদশে আছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহ।


গত বছর ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে প্রায় রাজত্ব করেছেন জয়সাওয়াল। তিনি সাদা পোশাকে ১ হাজার ৪৭৮ রান করেছেন। তাও আবার ৫৪.৭৪ গড়ে। গত বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে জয়সাওয়াল দ্বিতীয় অবস্থানে ছিলেন। 


promotional_ad

তার উপরে আছেন কেবল জো রুট। এই ইংলিশ ব্যাটার রান করেছে ১ হাজার ৫৫৬। এদিকে গত বছর ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপাশি বল হাতে ৪৮টি উইকেট নিয়েছেন জাদেজা। আর বুমরাহ বল হাতে ১৪.৯২ গড়ে নিয়েছেন মোট ৭১ উইকেট। এমন পারফরম্যান্সই তাদের সেরা একাদশে জায়গা করে দিয়েছে।


আরো পড়ুন

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ ও কার

২৮ জানুয়ারি ২৫
জসপ্রিত বুমরাহ ও অ্যামেলিয়া কার, আইসিসি

ইংল্যান্ডের আছেন বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার একমাত্র ক্রিকেট হিসেবে সুযোগ পেয়েছেন প্যাট কামিন্স। তাকে অধিনায়কও করা হয়েছে এই একাদশের। এর বাইরে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস আছেন এই একাদশে। নিউজিল্যান্ডের দুই ক্রিকেটারের মধ্যে আছেন কেন উইলিয়ামসন ও ম্যাট হেনরি।


আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ:


যশস্বী জয়সাওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball