পিএসএলের ড্রাফটে থাকতে পারেন বাংলাদেশের ৩০ ক্রিকেটার

ছবি: মুস্তাফিজুর রহমান (বামে), তাসকিন আহমেদ (মাঝে), শরিফুল ইসলাম (ডানে)

আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
এর আগে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানেই নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।
এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তিনিও নাম দিয়েছেন পিএসএলের ড্রাফটে। সেই সঙ্গে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও থাকছেন পিএসএলের ড্রাফটে।

এর বাইরে শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ থাকছেন পিএসএলের ড্রাফটে।
ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ
১০ ঘন্টা আগে
জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু, রনি তালুকদারও নাম জমা দিয়েছেন পিএসএলের ড্রাফটে। রুয়েল মিয়ার সঙ্গে বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে আরও আছেন সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামেও এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। তবে দল পাননি কেউই। এবার প্রায় একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। এ কারণে আইপিএলে না খেলা ক্রিকেটাররাই পিএসএলের ভরসা। ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেতে পারেন পাকিস্তান সুপার লিগে।
পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।