বিপিএল খেলতে ঢাকায় পা রাখলেন আফ্রিদি-মেয়ার্স

সংবাদ
বিপিএল খেলতে ঢাকায় পা রাখলেন আফ্রিদি-মেয়ার্স
শাহীন শাহ আফ্রিদি (বামে), কাইল মেয়ার্স (ডানে), ফরচুন বরিশাল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চারদিকে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। দলগুলো ব্যস্ত শেষ মুহুর্তের প্রস্তুতিতে। গত শুক্রবার থেকে রাজধানীর পুবেরগাঁওয়ে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরই মধ্যে আসতে শুরু করেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা।

শুক্রবার রাতেই দলটির সঙ্গে যোগ দিয়েছেন এবারের আসরের অন্যতম বড় দুই তারকা শাহীন শাহ আফ্রিদি এবং কাইল মেয়ার্স। তাদের ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ।

এদিকে মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ ইতোমধ্যেই দলটির সঙ্গে যোগ দিয়েছেন। শনিবার যোগ দেয়ার কথা আছে আরও কয়েকজন ক্রিকেটারের। মোহাম্মদ নবি পুবেরগাঁওয়ে অনুশীলনও সেরেছেন। ব্যাটিং-বোলিং অনুশীলন সবই করেছেন তিনি।

আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএলের জন্য পাচ্ছে না বরিশাল। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি। তবে ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়ারকে পুরো বিপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিপিএলে বরাবরই পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকে। তবে এবার বরিশাল দলে আছেন ৫জন পাকিস্তানি ক্রিকেটার। আলী মোহাম্মদ ও খান জাহানদাদও খেলবেন দলটির হয়ে। তাদের প্রায় সবার একই সঙ্গে বরিশাল দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। 

ফরচুন বরিশাল-

দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। 

আরো পড়ুন: ফরচুন বরিশাল