পিএসএলের ড্রাফটে নাম দিলেন সাকিব
ছবি: সাকিব আল হাসান, পিএসএল
কদিন আগেই খেলেছেন আবুধাবি টি-টেন টুর্নামেন্ট। এরপর খেলেছেন লঙ্কা টি-টেনেও। এবার জানা গেছে সাকিব নাম জমা দিয়েছে পাকিস্তান সুপার লিগের ড্রাফটে। পিএসএল কতৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে নাম জমা দিয়েছে বিশ্বের নামি দামি সব তারকা করা। এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান, ডেভিড মালান।
গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ
১৮ জানুয়ারি ২৫চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের আসর। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে পিএসএলের কোনো দলে সাকিব সুযোগ পেলে পুরোদস্তর অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তুর ওপর।
কারণ বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। এরপর গত সপ্তাহে সাকিব আবারও চেন্নাইতে বোলিং পরীক্ষা দিয়েছেন। তিনি অপেক্ষায় আছেন সেই রিপোর্টের।
জীবনের অনেক কিছু বদলে দিতে পারে, পিএসএলে দল পেয়ে নাহিদ
১৬ জানুয়ারি ২৫বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার আগে বল হাতে বেশ ছন্দেই ছিলেন সাকিব। পাকিস্তান সফরে প্রথম টেস্টে চারটি ও দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন একটি উইকেট। পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-ওয়ানের ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া সাকিব দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।
ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সবমিলিয়ে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন তিনি। এই ম্যাচই কাল হয়ে দাঁড়ায় সাকিবের জন্য। তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কাউন্টি, দ্য হান্ড্রেড কিংবা ইসিবির অধীনে যেকোন ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।