ওয়েস্ট ইন্ডিজকে জবাব দিতে চেয়েছিলাম: জাকির
ছবি: ক্রিকফ্রেঞ্জির সঙ্গে সাক্ষাৎকারে জাকির হাসান, ক্রিকফ্রেঞ্জি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্টে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ক্যারিবিয়ানরা করতে পারে মাত্র ১৪৬ রান। এরপর বাংলাদেশ ২৬৮ রান করলে ক্যারিবিয়ানদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রানের।
সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির
১১ জানুয়ারি ২৫এরপরই স্লেজিং শুরু করে বাংলাদেশ। মাঠে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি কথার লড়াই চলতে থাকায় খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। ১৮৫ রানে অলআউট হয়ে ম্যাচটি হারে তারা। সেই ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির সঙ্গে কথা বলেছেন জাকির হাসান।
তিনি বলেন, 'সবসময় চুপ থেকে খেলাটা অসম্ভব। আপনাকে ওরা যদি সবসময় হিট করে, আপনাকে একটা সময় হিট করতেই হবে। ড্রেসিং রুমেও ওই কথা হচ্ছিল যে আমরা যদি হঠাৎ ওদের পাঞ্চ ব্যাক করি, এটা ওরা আশা করবে না। তাই, আমরা চেষ্টা করেছিলাম যে ওদের ওই পাঞ্চ ব্যাকটা দেয়ার। আমার কাছে মনে হয় এটা কাজেও লেগেছে।'
বাংলাদেশের এই টেস্ট ওপেনার কথা বলেছেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টে হার নিয়েও। সেই টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলা লম্বা সময় বন্ধ থাকলেও বাংলাদেশকে সাত উইকেটে হারায় ভারত। নিশ্চিত ড্র'য়ের পথে থাকা ম্যাচটি হেরে যাওয়ায় হতাশ জাকির নিজেও।
লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
১২ জানুয়ারি ২৫তিনি বলেন, 'এই (কানপুর) টেস্টে আমার কাছে মনে হয় আমরা খুব বাজেভাবে হেরেছি। ওরা এভাবে আক্রমণ করবে সেটা আমরা আশা করিনি। তখন আমরা ধরতে পেরেছি, একটু হয়ত দেরি হয়ে গেছে। তখন ম্যাচটা আমাদের কাছ থেকে বের হয়ে গেছে। তবে ওই ম্যাচটি আমরা আসলেই বাজেভাবে হেরেছি।'
ভারত সফরের আগে অবশ্য পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করাটাকে এই বছরের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন জাকির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টের জয়কেও বড় করে দেখছেন তিনি।
জাকির আরও বলেন, 'অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় স্পেশাল। ওদের বিপক্ষে খুব স্পেশাল ছিল। হোয়াইটওয়াশ করেছি ওদের, ওদেরই মাটিতে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খুব ভালো জয় ছিল আমাদের। ব্যক্তিগতভাবে যদি জিগ্যেস করেন, তাহলে পাকিস্তানের বিপক্ষে জয়টা আমাদের জন্য বিশেষ কিছুই ছিল।'