বরিশালের হয়ে বিপিএল খেলবেন শাহীন শাহ আফ্রিদি
ছবি: শাহীন শাহ আফ্রিদি, ফাইল ফটো
এদের মধ্যে ৩০ ডিসেম্বর, অর্থাৎ বিপিএলের প্রথম দিন থেকে থাকবেন ফাহিম, নাওয়াজ, হায়দার, আফ্রিদি এবং উসমান খান। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কেবল ফাহিম, নাওয়াজ এবং হায়দারকেই শেষপর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
‘বিপিএলে আমিই বড় তারকা নই, বাংলাদেশিরাই তারকা’
২৮ ডিসেম্বর ২৪শাহীন শাহ আফ্রিদি বিপিএল খেলবেন ফরচুন বরিশালের হয়ে। একটি নির্ভরযোগ্য সূত্র তা জানিয়েছে ক্রিকফ্রেঞ্জিকে। তাকে পিসিবি অনাপত্তিপত্র দিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। উসমান খানকেও পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি, তিনি খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত।
আর টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশে আসবেন জাহানদাদ। ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সব ক্রিকেটারকেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলগুলো।
চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি!
১৪ ঘন্টা আগেআসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে আফ্রিদি ছাড়াও খেলবেন জাহানদাদ ও ফাহিম। নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন হায়দার আলী এবং উসমান খান।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল শেষ হবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের মাসকটও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করেছে বিসিবি।