promotional_ad

বরিশালের হয়ে বিপিএল খেলবেন শাহীন শাহ আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শাহীন শাহ আফ্রিদি, ফাইল ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য ছাড়পত্র পেলেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। এরা হলেন শাহীন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, হায়দার আলী এবং উসমান খান।

promotional_ad

এদের মধ্যে ৩০ ডিসেম্বর, অর্থাৎ বিপিএলের প্রথম দিন থেকে থাকবেন ফাহিম, নাওয়াজ, হায়দার, আফ্রিদি এবং উসমান খান। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কেবল ফাহিম, নাওয়াজ এবং হায়দারকেই শেষপর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


শাহীন শাহ আফ্রিদি বিপিএল খেলবেন ফরচুন বরিশালের হয়ে। একটি নির্ভরযোগ্য সূত্র তা জানিয়েছে ক্রিকফ্রেঞ্জিকে। তাকে পিসিবি অনাপত্তিপত্র দিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। উসমান খানকেও পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি, তিনি খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত।


promotional_ad

আর টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশে আসবেন জাহানদাদ। ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সব ক্রিকেটারকেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলগুলো।


আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে আফ্রিদি ছাড়াও খেলবেন জাহানদাদ ও ফাহিম। নাওয়াজকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাবেন হায়দার আলী এবং উসমান খান।


আগামী ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল শেষ হবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের মাসকটও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করেছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball