promotional_ad

'১৫০ শতাংশ ফিট হয়ে বিপিএলে ফিরবেন সাইফউদ্দিন'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মোহাম্মদ সাইফউদ্দিন (বামে), ইফতেখার ইফতি (ডানে), ক্রিকফ্রেঞ্জি
গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়ে চোটে পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দলের সঙ্গে থাকলেও একটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। অথচ গ্লোবার সুপার লিগ শেষে এনসিএল টি-টোয়েন্টি ও বিপিএলে মাঠ মাতানোর কথা ছিল তার।

promotional_ad

সবাই যখন সিলেটে এনসিএল টি-টোয়েন্টিতে ব্যস্ত সাইফউদ্দিন মিরপুরে ব্যস্ত নিজেকে ফেরাতে। বিসিবির একাডেমী মাঠে তালে ক্লাইম্বিং রোপ করতে দেখা গেছে। এনসিএল টি-টোয়েন্টিতে না খেললেও বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে পারবেন সাইফউদ্দিন এমনটাই জানিয়েছেন বিসিবির ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি।


আরো পড়ুন

সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল

৪ জানুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, 'সাইফউদ্দিন ফিট আছে। টেনিস এলবোতে একটু সমস্যা। এটা খুব বড় সমস্যা না, সে খেলতে পারবে। বিপিএলে যেন পুরোদমে খেলতে পারে সেজন্য আমরা তাকে তৈরি করছি। ফাংশনাল ট্রেনিং চলছে, ফাংশনাল ট্রেনিং আমরা তখনই করাই যখন কোন টুর্নামেন্ট বা প্রতিযোগিতা শুরু হয়। তার মানে হচ্ছে ফিটনেস স্ট্রেন্থ অনুযায়ী ফাংশনাল হবে।  আপাতত সেটাই করাচ্ছি, আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সাইফউদ্দিন আমার সঙ্গে কাজ করবে। যে সমস্যাগুলো আছে এগুলো বড় কিছু না, আমরা রিহ্যাব করাবো তাকে।'



promotional_ad

গেলো আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ফরচুন বরিশালর জার্সিতে। ফাইনালে আন্দ্রে রাসেলকে করা সাইফুদ্দিনের ডেথ ওভার ক্রিকেট ভক্তদের মনে গেঁথে থাকবে বহুদিন। ওই ওভারটাই বরিশালকে দেখিয়ে দিছিলো প্রথম শিরোপার প্রথম ঝলক। বছর ঘরে এবার সাইফের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। নতুন দলের হয়ে আবারও শিরোপার লড়াইয়ে যোগ দিতে চাইবেন সাইফউদ্দিন।


বিপিএলে খেলতে পারলেও বিপিএলের আসর শেষেও নিজের অনুশীলন চালিয়ে যেতে হবে সাইফউদ্দিনকে। তিনি যত পরিশ্রম করবেন তার শরীর তত বেশি কার্যকর হবে বলে জানিয়েছেন ইফতি। সাইফউদ্দিন এখন যে অনুশীলন করছেন বিপিএল শেষেও একইভাবে তাকে অনুশীলন করতে হবে। সামনের মৌসুমে ব্যস্ত সূচি অপেক্ষা করছে সাইফউদ্দিনের সামনে। এর আগেও তাকে তৈরি হতে হবে।



সাইফউদ্দিনকে নিয়ে ইফতি আরও বলেছেন, 'রিহ্যাবের পাশাপাশি ফাংশনাল ট্রেনিং করাবো। ১৫০ শতাংশ করিয়ে রাখব। সে যত এফোর্ট দেবে তার চেয়ে বেশি দেয়ার ক্ষমতা আমরা বানিয়ে রাখব। বিপিএলে যেন হাই এফোর্টেও সে ভেঙে না পরে, ইনজুরিতে না পড়ে। আমরা আপাতত অল্প সময়ের জন্য রেডি করছি। কিন্তু তার উচিত হবে বিপিএল শেষে আবারও একই প্রক্রিয়া অনুসরণ করা। নিজের জন্য হলেও এটা করা উচিত। ডিপিএল বা অন্য টুর্নামেন্টে এটা কাজে দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball