'১৫০ শতাংশ ফিট হয়ে বিপিএলে ফিরবেন সাইফউদ্দিন'
ছবি: মোহাম্মদ সাইফউদ্দিন (বামে), ইফতেখার ইফতি (ডানে), ক্রিকফ্রেঞ্জি
সবাই যখন সিলেটে এনসিএল টি-টোয়েন্টিতে ব্যস্ত সাইফউদ্দিন মিরপুরে ব্যস্ত নিজেকে ফেরাতে। বিসিবির একাডেমী মাঠে তালে ক্লাইম্বিং রোপ করতে দেখা গেছে। এনসিএল টি-টোয়েন্টিতে না খেললেও বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে পারবেন সাইফউদ্দিন এমনটাই জানিয়েছেন বিসিবির ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি।
সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল
৪ জানুয়ারি ২৫ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, 'সাইফউদ্দিন ফিট আছে। টেনিস এলবোতে একটু সমস্যা। এটা খুব বড় সমস্যা না, সে খেলতে পারবে। বিপিএলে যেন পুরোদমে খেলতে পারে সেজন্য আমরা তাকে তৈরি করছি। ফাংশনাল ট্রেনিং চলছে, ফাংশনাল ট্রেনিং আমরা তখনই করাই যখন কোন টুর্নামেন্ট বা প্রতিযোগিতা শুরু হয়। তার মানে হচ্ছে ফিটনেস স্ট্রেন্থ অনুযায়ী ফাংশনাল হবে। আপাতত সেটাই করাচ্ছি, আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সাইফউদ্দিন আমার সঙ্গে কাজ করবে। যে সমস্যাগুলো আছে এগুলো বড় কিছু না, আমরা রিহ্যাব করাবো তাকে।'
গেলো আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ফরচুন বরিশালর জার্সিতে। ফাইনালে আন্দ্রে রাসেলকে করা সাইফুদ্দিনের ডেথ ওভার ক্রিকেট ভক্তদের মনে গেঁথে থাকবে বহুদিন। ওই ওভারটাই বরিশালকে দেখিয়ে দিছিলো প্রথম শিরোপার প্রথম ঝলক। বছর ঘরে এবার সাইফের নতুন ঠিকানা রংপুর রাইডার্স। নতুন দলের হয়ে আবারও শিরোপার লড়াইয়ে যোগ দিতে চাইবেন সাইফউদ্দিন।
বিপিএলে খেলতে পারলেও বিপিএলের আসর শেষেও নিজের অনুশীলন চালিয়ে যেতে হবে সাইফউদ্দিনকে। তিনি যত পরিশ্রম করবেন তার শরীর তত বেশি কার্যকর হবে বলে জানিয়েছেন ইফতি। সাইফউদ্দিন এখন যে অনুশীলন করছেন বিপিএল শেষেও একইভাবে তাকে অনুশীলন করতে হবে। সামনের মৌসুমে ব্যস্ত সূচি অপেক্ষা করছে সাইফউদ্দিনের সামনে। এর আগেও তাকে তৈরি হতে হবে।
সাইফউদ্দিনকে নিয়ে ইফতি আরও বলেছেন, 'রিহ্যাবের পাশাপাশি ফাংশনাল ট্রেনিং করাবো। ১৫০ শতাংশ করিয়ে রাখব। সে যত এফোর্ট দেবে তার চেয়ে বেশি দেয়ার ক্ষমতা আমরা বানিয়ে রাখব। বিপিএলে যেন হাই এফোর্টেও সে ভেঙে না পরে, ইনজুরিতে না পড়ে। আমরা আপাতত অল্প সময়ের জন্য রেডি করছি। কিন্তু তার উচিত হবে বিপিএল শেষে আবারও একই প্রক্রিয়া অনুসরণ করা। নিজের জন্য হলেও এটা করা উচিত। ডিপিএল বা অন্য টুর্নামেন্টে এটা কাজে দেবে।'