promotional_ad

৩ বলে সাকিবের ৬ রান, আবারও বৃষ্টিতে পণ্ড গলের খেলা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ৩ বলে ৬ রান করেছেন সাকিব আল হাসান, ফেসবুক
ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৮ বলে অপরাজিত ২০ রানের ইনিংসে লঙ্কা টি-টেন সুপার লিগের শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি কোন বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হওয়ায় ব্যাটিং করার সুযোগ ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও সুবিধা করতে পারেননি।

promotional_ad

অ্যালেক্স হেলস ফেরার পর চার নম্বরে ব্যাটিংয়ে এসেছিলেন সাকিব। দুশান হেমন্থের বিপক্ষে খেলা প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরেছিলেন। পরের বলটা ডট দিয়ে বাঁহাতি ব্যাটার ফিরেছেন নিজের খেলা তৃতীয় বলেই। ডানহাতি লেগ স্পিনারের বলে লাহিরু মাদুশঙ্কার হাতে ক্যাচ দিয়েছেন। 


সাকিবকে সাজঘরে ফিরতে হয়েছে ৩ বলে মাত্র ৬ রানের ইনিংস খেলে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফেরার ৬ বল পরই বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। পরবর্তীতে খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। খেলা বন্ধের আগে ৫.৫ ওভারে ৪ উইকেটে ৫৩ রান তোলে গল মারভেলস।


promotional_ad

টস হেরে ব্যাটিংয়ে নেমে গলকে ভালো শুরু এনে দিতে পারেননি নিরোশান ডিকওয়েলা ও হেলস। চতুর্থ ওভারে বেনি হাওয়েলের বলে হেমন্থকে ক্যাচ দিয়ে ফিরেছেন ১২ বলে ১৩ রান করা ডিকওয়েলা। একটু পর ৯ রানে আউট হয়েছেন আরেক ওপেনার হেলস। ৫ রান এসেছে সান্দুন বিক্রমাদির ব্যাট হাতে।


নির্ধারিত সময়ে ম্যাচ হলেও মাঠের বাইরের ঘটনায় বিপাকে গল। ফিক্সিংয়ের অভিযোগে গত রাতে শ্রীলঙ্কান স্পোর্টস পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক প্রেম ঠাকুর। মূলত গলের এক বিদেশি ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। 


পরবর্তীতে দুর্নীতি বিরোধী সংস্থাকে বিষয়টি অবগত করেন সেই বিদেশি ক্রিকেটার। যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর প্রেম ঠাকুরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপাতত গলের খেলা কিংবা না খেলা নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট কিংবা টি-টেন কতৃপক্ষ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball