promotional_ad

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জেসন গিলেস্পি, সংগৃহীত
গুঞ্জন ছিল আগেই। আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন জেসন গিলেস্পি। এর মধ্যে এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন। কদিন পরেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে পাকিস্তান।

promotional_ad

এর আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই অজি কোচ। কদিন আগেই গিলেস্পির সহকারী টিম নিয়েলসেনকে পিসিবি জানিয়ে দিয়েছিল তাকে আর প্রয়োজন নেই। সঙ্গী হারিয়ে গিলেস্পি কাজ করবেন না সেটা প্রত্যাশিতই ছিল। এবার সেই ঘটনার জেরেই পাকিস্তানের কোচের পদ থেকে অব্যাহতি নিলেন তিনি।


গিলেস্পি সরে যাওয়ার পরপরই লাল বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পেসার আকিব জাভেদকে। এক বিবৃতিতে আকিবকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন সাউথ আফ্রিকা সিরিজ দিয়েই টেস্ট দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।


সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ক্যাপটাউন্সে ৩ জানুয়ারি থেকে। পাকিস্তানের প্রধান কোচের পদটি বরাবরই ম্যাজিক্যাল চেয়ারের মতো। 


promotional_ad

নিয়মিত খোঁজ না রাখলে বোঝার উপায় নেই কে আসছেন আর কে যাচ্ছেন। চলতি বছরের এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় গিলেস্পিকে। এরই মধ্যে পিসিবির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয় গিলেস্পির। পিসিবির বিভিন্ন সিদ্ধান্তে অখুশি ছিলেন তিনি। এমনকি অনেক সিদ্ধান্তে তাকে উপেক্ষাও করা হয়েছে।


যা ভালোভাবে নেননি গিলেস্পি। একই কারণে কদিন আগেই পাকিস্তানের সীমিত ওভারের কোচের দায়িত্ব ছেড়েছেন গ্যারি কারস্টেনও। বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার দিয়ে পাকিস্তান অধ্যায় শুরু করলেও গিলেস্পির অধীনে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। এরপরও সরে যেতে হয়েছে তাকে। এদিকে


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball