মেয়েদের বিসিএলের ৪ দলের স্কোয়াড
ছবি: অনুশীলনে বাংলাদেশের মেয়েরা, ক্রিকফ্রেঞ্জি
বছরখানেক পর চার দল নিয়ে পূর্ণাঙ্গ নারী বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চালু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনদিনের প্রথম শ্রেণির ম্যাচে খেলতে দেখা যাবে সাউথ জোন, নর্থ জোন, ইস্ট জোন এবং সেন্ট্রাল জোনকে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে মেয়েদের টুর্নামেন্টে।
লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
১২ জানুয়ারি ২৫২১-২৩ ডিসেম্বর প্রথম এবং ২৬-২৮ ডিসেম্বর হবে বিসিএলের দ্বিতীয় ম্যাচ। বিসিএলের এবারের আসরে সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ছাড়া সাউথ জোনে রাবেয়া, নর্থ জোনে সোবহানা মোস্তারি এবং ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দেখা যাবে ফাহিমা খাতুনকে।
নারী বিসিএলের ৪ দলের স্কোয়াড-
সাউথ জোন-
রাবেয়া (অধিনায়ক), শামীমা সুলতানা, বিথী পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়েশা রহমান শুকতারা, রুপা রয়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা তুজ জোহরা, লেকি চাকমা এবং প্রীতি দাস।
নর্থ জোন-
সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রানী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকী খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনী আক্তার এবং জান্নাতুল সুমনা।
ইস্ট জোন-
ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, সাবিকুন নাহার জেসমিন, তাজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দীপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথী, আশরাফি ইয়াসমিন অর্থী।
সেন্ট্রাল জোন-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা হক লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা হাসনাত, রিয়া আক্তার শিখা, ফুয়ারা বেগম, লতা মণ্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার এবং সাদিয়া ইসলাম।