গলের জয়ে ব্যাটে-বলে কার্যকরী পারফরম্যান্স সাকিবের
ছবি: সাকিব আল হাসান, ফাইল ছবি
বল হাতেও লংকা টি-টেনে সাকিবের শুরুটা হয়েছে দারুণ। এক ওভার হাত ঘুরিয়ে টি-টেন ম্যাচে সাকিব রান দিয়েছেন মাত্র ৭। সঙ্গে লুক উড, বিনুরা ফার্নান্দোদের টাইট বোলিংয়ে দশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি তুলতে সক্ষম হয়নি ক্যান্ডি বোল্টস।
দলটির হয়ে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ২৫ বলে ৬৬ রান করেন উইকেটরক্ষক দীনেশ চান্দিমাল। এ দিন মাত্র ৯ রান খরচায় তিন উইকেট নেন বিনুরা। এ ছাড়া একটি করে উইকেট নেন মাহিশ থিকশানা এবং জেফরি ভ্যান্ডারসে।
জবাবে ব্যাটিং করতে নেমে ৩৯ রানে তিন উইকেট হারিয়ে বসে গল। সান্দুন উইরাকোড়ি ১৩, অ্যালেক্স হেলস ২৩ এবং ভানুকা রাজাপাকশে এক রানে ফিরে যান। এর মধ্যে দুটি উইকেটই নেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
এরপর মাঠে আসেন সাকিব। তাকে সঙ্গে নিয়ে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন আন্দ্রে ফ্লেচার। দুজনে অপরাজিত থেকে গল টাইটান্সকে প্রথম ম্যাচে জিতিয়ে দেন। সাকিব আট বল খেলে করেছেন অপরাজিত ২০ রান। এই ইনিংসে দুই ছক্কার বিপরীতে তার ব্যাট থেকে এসেছে একটি চারের মার।
ক্যান্ডির অধিনায়ক থিসারা পেরেরার ওপর এ দিন চড়াও হয়েছিলেন সাকিব। প্রথমে চার দিয়ে শুরু করলেও, শেষ দুই বলে সাকিব হাকান বিশাল দুটি ছক্কা। সঙ্গে তিনটি চার ও চারটি ছক্কায় ২১ বলে অপরাজিত ৪১ রান করেন ফ্লেচার।