promotional_ad

'তাহির ইচ্ছে করে রংপুরকে অপমানিত করেছে'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইশতিয়াক সাদিক (বামে), ইমরান তাহির (ডানে), ক্রিকফ্রেঞ্জি, গ্লোবাল সুপার লিগ
গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তি অনুযায়ী পুরো টাকা বুঝে পাননি বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে টসের সময় টিভি ক্যামেরায় এই অভিযোগ করেছিলেন তিনি।

promotional_ad

এরপর এই বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়েছে। এবার তাহিরকে নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক। তিনি জানিয়েছেন, তাহিরসহ চারজন ক্রিকেটার রংপুরের কাছে চুক্তির একাংশের টাকা পান, এই ব্যাপারে তাহিরের এজেন্ট ও বিসিবি অবগত আছে। চুক্তি অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে তার টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ইশতিয়াক সাদিক। তাহির ইচ্ছে করেই রংপুরকে অপমান করেছে বলে দাবি রংপুরের এই কর্মকর্তার।


তিনি ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'ইমরান তাহির আমাদেরকে তৃতীয় খেলা যেটায় আমরা গায়ানাকে হারালাম। টসের সময় ইচ্ছে করে বলে সে আমাদের অপমান করার চেষ্টা করেছে। আমরা অপেক্ষা করছিলাম ফাইনাল খেলাটা হোক, আমরা চ্যাম্পিয়ন হই বা রানার্স আপ হই ওইটা ব্যাপার না। আমার তার এজেন্টের সঙ্গে কথা বলেছি। এখানে শুধু ইমরান তাহির না আমাদের কাছে আরও ৪ জন বিদেশি তাদের পারিশ্রমিকের একটা অংশ পায়। ক্রিকেট বোর্ডও এটা জানে। ক্রিকেট বোর্ড অবগত থাকা অবস্থায় তাদের এজেন্টের মাধ্যমে মেইলে আমাদের পেমেন্টর সিডিউল দেয়া আছে।'


তাহিরের এজেন্টের একটি বার্তা দ্রুতই প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেছেন, 'আমরা ওইভাবেই পেমেন্ট করে যাচ্ছিলাম। আমি জানি না ইমরান তাহির এভাবে বলে আমাদের অপমান করার মানে কী। মিডিয়াগুলোও সেটাকে ধরে বড় নিউজ করেছে। আমরা এখন পর্যন্ত কোন বিবৃতি দিইনি। কিন্তু আমরা ইমরান তাহিরের এজেন্টের কাছ থেকে বিবৃতি এনে মিডিয়াতে ছাড়ব। পেমেন্ট এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সঠিক পথেই ছিলাম। তাঁর শেষ পেমেন্টর সময় ছিল ডিসেম্বরের শেষে। আমরা অবশ্যই নির্ধারিত সময়ে টাকা দিয়ে দিব।'


promotional_ad

এর আগে তাহির রংপুরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেছিলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। সে কারণেই আমরা এখানে এসেছি। বিশেষ করে আজকের ম্যাচটা। অবশ্যই আমরা গায়ানার জন্য জিততে চাই। কিন্তু এখানে ব্যক্তিগত দিকও আছে। আমি গত বছর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছি এবং আমি আমার চুক্তির সব টাকা পাইনি। সেই ঘটনা আজকের ম্যাচে আমাকে উজ্জীবিত করছে। আমি তাদের বিপক্ষে সত্যিই ভালো কিছু করতে চাই।’


অবশ্য তাহিরে অবশ্য রংপুরকে হারিয়ে বদলা নিতে পারেননি। তাহিরের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৫ রানে হারে সেই ম্যাচে। প্রভিডেন্সে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয় রংপুর। জবাবে গায়ানা ১৯.১ ওভারে ১০২ রানে অলআউট হয়। তাহির  ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। গায়ানাকে হারিয়েই ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল রংপুর। শেষ পর্যন্ত তারা ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নুরুল হাসান সোহানের দল।


এদিকে গত বিপিএলে রংপুরের হয়ে তিনটি ম্যাচে খেলেছিলেন তাহির। তিন ম্যাচে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। এরপর রংপুর কোয়ালিফায়ারে গেলেও ফাইনালে উঠতে পারেনি। তাদের হারিয়ে ফাইনালে খেলা রংপুর গত বিপিএলের চ্যাম্পিয়ন হয়। বিপিএলের আরেকটি আসরের আগে তাহিরের এমন মন্তব্য নিশ্চিতভাবেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball