promotional_ad

অধিনায়ক লিটন, টি-টোয়েন্টি দলে রিপন মন্ডল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দেখা যাবে লিটন দাসকে। এ ছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিপন মন্ডল।

promotional_ad

চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে ওয়ানডে সিরিজে নেই তাওহীদ হৃদয়। এবার জানা গেছে এই দুজনের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না।


আরো পড়ুন

ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ

১১ মিনিট আগে
ক্যারিবিয়ানদের হারিয়ে বাংলাদেশের উল্লাস, ফাইল ফটো

ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেন এবার ফিরেছেন টি-টোয়েন্টি দলেও। পাশাপাশি ২০ ওভারের ক্রিকেটে ডাকা হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকেও।  বিভিন্ন কারণে গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে ৬টি পরিবর্তন আনা হয়েছে।


কদিন আগেই বাবা হয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি এই সিরিজ থেকে ছুটি দিয়েছেন। আর বিশ্রাম দেয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। এদিকে প্রথমবারের মতো সুযোগ পাওয়া রিপন স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন, যেখানে ডানহাতি পেসারের ইকোনমি ৮.৫০।



promotional_ad

বেশ লম্বা সময় পর আবারও টি-টোয়েন্টিতে ফেরা আফিফ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সঙ্গে প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু

২৪ ডিসেম্বর ২৪
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও আমির জাঙ্গু, ফাইল ফটো

২০ ওভারের দলে ফিরেছেন হাসান মাহমুদও। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সেন্ট কিটসে হলেও সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে। 


বাংলাদেশ স্কোয়াড-



লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball