promotional_ad

প্যাটারসনের তোপে অল আউট শ্রীলঙ্কা, বড় লিডের পথে প্রোটিয়ারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
ড্যান প্যাটারসন ও মার্কো জানসেনদের তোপে শ্রীলঙ্কা ৬৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। ৩ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শুরু করা দলটির প্রথম ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় সেশনের শুরুতে। লঙ্কান ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন প্যাটারসনই। তিনি ৭১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। আগের দিন এক উইকেট নেয়া পেসার এদিন আরও চার শিকার ধরে পূর্ণ করেন পাঁচ উইকেট।

promotional_ad

সেই সঙ্গে জানসেন ও কেশভ মহারাজের ২টি করে উইকেটে লঙ্কানরা তৃতীয় দিন দাঁড়াতেই পারেনি। শ্রীলঙ্কার বাকি একটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। আগের দিনই ৮৯ রান করে আউট হয়েছিলেন পাথুম নিশাঙ্কা। আর কোনো লঙ্কান ব্যাটারই হাফ সেঞ্চুরি পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান এসেছে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে।


আরো পড়ুন

নরকিয়া-এনগিডিকে ফিরিয়ে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

১৩ জানুয়ারি ২৫
ট্রফির সঙ্গে লুঙ্গি এনগিডি, ফাইল ফটো

এ ছাড়া ৪৪ রান করে করেছেন দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। মূলত এই কয়েকজন ব্যাটারের সুবাদেই কোনো মতে তিনশ পাড় করেছে লঙ্কানরা। ৩০ রানের লিড নিয়ে খেলতে নেমে ৩ উইকেটে ১৯১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সাউথ আফ্রিকা। ট্রিস্টান স্টাবস ৩৬ ও অধিনায়ক টেম্বা বাভুমা ৪৮ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।



promotional_ad

লিড পেয়ে শুরুটা বেশ ভালোই ছিল প্রোটিয়াদের। ওপেনিং জুটিতে টনি ডি জর্জি ও এইডেন মার্করাম মিলে তোলেন ৫৫ রান। ১৯ রান করা জর্জি আউট হয়েছেন প্রবাথ জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে। জয়াসুরিয়ার ফ্লাইটেড ডেলিভারি বুঝে ওঠার আগেই আউট হয়েছেন জর্জি। মার্করাম দ্বিতীয় উইকেটে রায়ান রিকেলটনকে নিয়ে আরও ৪৪ রান যোগ করেন।


আরো পড়ুন

থিকশানার হ্যাটট্রিকেও সিরিজ হার শ্রীলঙ্কার

৮ জানুয়ারি ২৫
লঙ্কানদের আরেকটি উইকেট পতনে কিউইদের উল্লাস, ফাইল ফটো

মার্করাম হাফ সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ফিরেছেন ৫৫ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। খানিক বাদে রিকেলটনও ধৈর্য হারিয়ে ফিরেছেন ব্যক্তিগত ২৪ রানে। তিনি জয়াসুরিয়ার বলে হয়েছেন এলবিডব্লিউ। এরপর বাকি সময়টা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন স্টাবস ও বাভুমা। ৮২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে প্রোটিয়ারা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball