promotional_ad

দেড় বছর পর ওয়ানডেতে ফিরেই মাসসেরার লড়াইয়ে শারমিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন শারমিন আক্তার। এই সিরিজে অসাধারণ পারফরম্যান্সের কারণে সামনে দারুণ অর্জনের সামনে এই টপ অর্ডার ব্যাটার। নভেম্বর মাসে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

promotional_ad

প্রথমবারের মতো আইসিসির মাস-সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শারমিন। তার সঙ্গে এই লড়াইয়ে আছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও সাউথ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক।


আরো পড়ুন

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ

৪ জানুয়ারি ২৫
বাংলাদেশ নারী দল, ক্রিকফ্রেঞ্জি

গেল নভেম্বরে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন শারমিন। দ্বিতীয় ম্যাচে শারমিনের ব্যাটে আসে ৬৩ বলে ৪৩ রানের ইনিংস। ডিসেম্বরে হওয়া শেষ ম্যাচে তিনি করেন ৮৮ বলে ৭২ রান। 


গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে সাউথ আফ্রিকা। তবে সেই সিরিজে অনবদ্য পারফর্ম করেন ডি ক্লার্ক। ব্যাট হাতে তিন ম্যাচে ৮০ রান করার পাশাপাশি বল হাতে চারটি উইকেটও নেন তিনি।



promotional_ad

এই সিরিজে পারফর্মের কারণে ডি ক্লার্কের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ওয়াট-হজও। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তিন ম্যাচে ১৪২ রান করেন এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচে এই ওপেনার করেন ৪৫ বলে ৭৮ রান। শেষ ম্যাচে করেন ৩১ বলে অপরাজিত ৫৩ রান।


এদিকে পুরুষ ক্রিকেটে নভেম্বরের মাস-সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন।


বুমরাহ এই তালিকায় জায়গা করে নিয়েছেন বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ভারতের জয়ে অসাধারণ এক পারফরম্যান্সের কারণে। অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করার ইনিংসে তিনি ৩০ রানে নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন তিনি।



গত নভেম্বরে ওয়ানডেতে দুর্দান্ত ছিল পাকিস্তান। ২০০২ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে দলটি। সেই মাসে পাকিস্তানে হয়ে ১০টি ওয়ানডেতে ১৩ উইকেট নেন হারিস। পাশাপাশি তিনটি টি-টোয়েন্টিতে তিন উইকেট নেন এই পেসার।


এই তালিকায় আছেন জানসেনের নামও। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারা টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেট নেন এই অলরাউন্ডার। পাশাপাশি তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেন ১৭ বলে ৫৪ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে ১১ উইকেট নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball