ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাহিদা, দ্যুতি ছড়ালেন ফারজানা-জ্যোতিরা
ছবি: সংগৃহীত
ওয়ানডেতে নারী বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাত নম্বরে পৌঁছে গেছেন নাহিদা। বাঁহাতি স্পিনে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তিন উইকেট শিকার ধরেন তিনি। পরের দুই ম্যাচে আরও তিন উইকেট নেন তিনি।
তিন ওয়ানডের সিরিজে আইরিশদের রীতিমতো উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাহিদা। এর আগে দশ নম্বরই ছিল তার সর্বোচ্চ র্যাঙ্কিং। নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানও ছিল এটি। এবার নাহিদা নিজেই সেটিকে সাতে তুললেন।
বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে দ্যুতি ছড়ান সুলতানা খাতুন। সিরিজে সর্বোচ্চ সাত উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে আছেন তিনি। সিরিজে কেবল একটি উইকেট নিতে পেরেছেন রাবেয়া খাতুন। এই লেগ স্পিনার তাতেই ৬ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে আসেন।
ফাহিমা খাতুন ও মারুফা আক্তার এই সিরিজে নিয়েছেন যথাক্রমে তিনটি ও দুটি করে উইকেট। তাতে ফাহিমা এগিয়েছেন দশ ধাপ, আছেন ৫৭তম স্থানে। আর দুই উইকেট নেয়া মারুফা ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে।
আইরিশদের উড়িয়ে দিতে ব্যাট হাতে অনবদ্য অবদান রাখেন ফারজানা হক। তিন ম্যাচেই হাফ সেঞ্চুরি আসে তার ব্যাটে। ৬১, ৫০ ও ৬১ রানের এই তিন ইনিংসে ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন এই ওপেনার।
তিন ম্যাচে ৮৬ রান করা জ্যোতি ১১ ধাপ এগিয়ে আছেন ২৮তম স্থানে। ১২ ধাপ এগিয়ে সোবহানা মোস্তারি আছেন ৯২তম স্থানে। প্রায় ১৬ মাস পর ওয়ানডেতে ফিরে শারমিন আক্তার তিন ম্যাচে করেন যথাক্রমে ৯৬, ৪৩ ও ৭২ রান। সিরিজে ৭০.৩৩ গড়ে তার রান ২১১। ৪৩তম স্থান নিয়ে র্যাঙ্কিংয়ে ফিরেছেন তিনি।