promotional_ad

১৬ ধাপ এগোলেন তাসকিন, ২৪ ধাপ জাকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
তাসকিন আহমেদের ফুলার লেংথ ডেলিভারিতে স্টাম্প ছেড়ে মারতে চেয়েছিলেন শামার জোসেফ। ব্যাটে-বলে করতে না পারায় বোল্ড হয়ে ফিরতে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারকে। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে জোসেফকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার হিসেবে কেমার রোচকেও আউট করেছেন তিনি।

promotional_ad

ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন রোচ। মিরাজের অবিশ্বাস্য ক্যাচে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৬ উইকেটের দেখা পেয়েছেন তাসকিন। এমন পারফরম্যান্সের পর আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই পেসার।


আরো পড়ুন

দুইয়ে ফিরলেন ব্রুক, প্রথমবার সেরা দশে জানসেন

৪ ডিসেম্বর ২৪
সংগৃহীত

৬৪ রানে ৬ উইকেট নিয়ে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তাসকিন। বাংলাদেশের বোলারদের মাঝে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। অ্যান্টিগায় ভালো করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে নেমে গেছেন বাঁহাতি এই স্পিনার। এক ধাপ পিছিয়েছেন অধিনায়ক মিরাজ। র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নাঈম হাসান ও হাসান মাহমুদের।



promotional_ad

ব্যাটারদের মাঝে লম্বা লাফ দিয়েছেন জাকের আলী অনিক। টেস্টে অভিষেকের পর থেকে ছন্দেই আছেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটার অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান করেছেন। সবমিলিয়ে ৮৪ রান করা জাকের ২৪ ধাপ এগিয়েছেন।


৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ৮৪তম স্থানে আছেন তিনি। ৪ ধাপ পিছিয়ে জাকেরের ঠিক নিচের অবস্থানে আছেন মাহমুদুল হাসান জয়। তবে সিরিজের প্রথম টেস্ট শেষে এক ধাপ করে এগিয়েছেন মুমিনুল হক, লিটন দাস ও মিরাজ। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক পিছিয়ে গেছেন তিন ধাপ।



বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানাজ, জাস্টিন গ্রিভস, মিকাইল লুইসদের। দুই ইনিংসেই ব্যাট হাতে রানের দেখা পেয়ে ১৮ ধাপ এগিয়েছেন অ্যাথানাজ। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেও ২৫ ধাপ উন্নতি হয়েছে লুইসের। আরেক ব্যাটার গ্রিভস সেঞ্চুরিতে ৪৩ ধাপ এগিয়ে গেছেন। পেসারদের মাঝে উন্নতি হয়েছে জেইডেন সিলস, কেমার রোচ, আলজারি জোসেফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball