promotional_ad

ফিরলেন মুজিব, প্রথমবার টি-টোয়েন্টি দলে জুবাইদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
আঙুলের পুরনো চোটে আইপিএলের সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি মুজিব উর রহমান। চোট কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি। উগান্ডার বিপক্ষে ডান হাতের তর্জনি মচকে যাওয়ায় গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে খেলা হয়নি তার। এমনকি বিশ্বকাপের সুপার এইট কিংবা সেমিফাইনালেও ছিলেন না মুজিব।

promotional_ad

৫ মাসের লম্বা সময়ের চোট কাটিয়ে আবু ধাবি টি-টেন লিগ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন ডানহাতি এই অফ স্পিনার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতেই মুজিবকে টি-টোয়েন্টি দলে ডেকে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জিম্বাবুয়ে সফরে মুজিবের সঙ্গে টি-টোয়েন্টিতে ফিরেছেন ডারউইশ রাসূলীও। তাদের দুজনের ফেরার সিরিজে প্রথমবার ২০ ওভারের ক্রিকেটের দলে ডাক পেয়েছেন জুবাইদ আকবরী।


সবশেষ ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে চার ম্যাচে ১৩১.৭৩ স্ট্রাইক রেটে ১৩৭ রান করেছিলেন ডানহাতি এই ওপেনার। পুরো টুর্নামেন্টে চতুর্থ এবং আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জুবাইদ। তাঁর এমন পারফরম্যান্সের টুর্নামেন্টে প্রথমবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। চোট থেকে সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ে সফরেও ফেরা হয়নি ইব্রাহিম জাদরানের।



গোঁড়ালির চোট থেকে সেরে উঠতে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচারও করিয়েছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার। জিম্বাবুয়ে সফরে সুযোগ মেলে রিয়াজ হাসানেরও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় এক ম্যাচের স্কোয়াডে আছেন বাঁহাতি স্পিনার নূর আহমেদ। টি-টোয়েন্টির পাশপাশি ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


promotional_ad

জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল এনেছে জিম্বাবুয়ে। পুরনো সূচি অনুযায়ী ৯, ১১ এবং ১২ ডিসেম্বর হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজটি। নতুন সূচিতে ১১, ১৩ এবং ১৪ ডিসেম্বর হবে ২০ ওভারের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।


আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড- হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ - (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, সেদিকউল্লাহ অটল, ডারউইশ রাসূলী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, মোহাম্মদ গাজানফার, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।


আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, ডারউইশ রাসূলী, জুবাইদ আকবরী, গুলবাদিন নায়েব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজলহক ফারুকি, ফরিদ আহমদ ও নাভিন উল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball