এক বছর পর আবারও মাঠে ফিরছেন শামি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত বছরের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ১৯ নভেম্বর। এরপর থেকেই ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন মোহাম্মদ শামি। এ কারণ প্রায় এক বছর ধরে মাঠের বাইরে ভারতীয় এই পেসার।


চলতি বছরের মার্চে তার ডান পায়ে অস্ত্রোপচারও করা হয়। ধারণা করা হচ্ছিল বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন তিনি। তবে তেমনটা হয়নি। ম্যাচ খেলার মতো ফিট না হওয়ায় তাকে বাইরে রেখেই বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড সাজিয়েছিল ভারত।


promotional_ad

এরপর আবারও নতুন চোটে পড়েন ভারতীয় এই পেসার। হুট করেই তার বাঁ হাঁটুর এক অংশ ফুলে যায়। ফলে আবারও পুনর্বাসন শুরু করতে হয় তাকে। এই চোট থেকে সেরে উঠতে তিনি লড়াই শুরু করেন বেঙ্গালুরুর ন্যাশনাল অ্যাকাডেমীতে।


সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর। এই সফরের খেলার আশায় ছিলেন শামি। অস্ট্রেলিয়া সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করে ফেলেছে ভারত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফেরা হচ্ছে না শামির। ফিট হয়ে উঠতে রঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি।


ধারণা করা হচ্ছে রঞ্জি ট্রফির ম্যাচে নিজের ফিটনেসের প্রমাণ দিতে পারলে তাকে ডাকা হতে পারে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেও। এরই মধ্যে জানা গেছে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা ও হার্শিত রানাদের নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত।


দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে মুকেশ কুমার, নবদীপ সাইনি ও খলিল আহমেদকে। ২০১৮-১৯ মৌসুমে শামির দুর্দান্ত বোলিংয়েই বোর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের করে নিয়েছিল ভারত। অস্ট্রেলিয়া সফরে ফেরা না হলে আগামী জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে শামিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball