বাটলার ফিরলেও ইংল্যান্ডের উইকেটরক্ষক সল্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির নাটক ছাপিয়ে গুজরাটের শ্বাসরুদ্ধকর জয়
৭ মে ২৫
অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরলেন জস বাটলার। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে না তাকে। আসন্ন এই সিরিজে উইকেটরক্ষক হিসেবে খেলবেন ফিল সল্ট।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই ইংল্যান্ডের হয়ে প্রথমবার খেলছেন বাটলার। ফিট হলেও আপাতত 'উইকেটকিপিং' থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন ফিল সল্ট।

রোমাঞ্চিত এই ওপেনার বলেন, 'ইংল্যান্ডের হয়ে সাম্প্রতিক সময়ে খুব বেশি এটা করিনি। তবে কিপিং আমি দারুণ উপভোগ করি এবং আমার মনে হয়, এই ভূমিকাতেই (উইকেটরক্ষক ব্যাটার) দলকে সর্বোচ্চটা দিতে পারি আমি।'
ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড
১০ মে ২৫ইংল্যান্ডের হয়ে কিপিং না করাটা বাটলারের ক্যারিয়ারের একটি বড় সিদ্ধান্ত। জাতীয় দলের হয়ে সবশেষ ১০৮ টি-টোয়েন্টির মধ্যে ১০৬টিতেই উইকেটকিপিং করেন তিনি। বাটলার কি সব সময়ের জন্য উইকেটকিপিং ছেড়েছেন কিনা সেটা অবশ্য জানা নেই সল্টের।
তিনি বলেন, 'সামনের পথচলায় কী হবে, তা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আপাতত এখন কিপিং করতে পেরেই আমি খুশি।'
ক্যারিবয়ানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলছেন না বাটলার। ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেই দেখা যাবে তাকে। বাটলার উইকেটকিপিং না করায় আরেক উইকেটরক্ষক-ব্যাটার মাইকেল পেপারকে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে দলের সঙ্গেই ছিলেন তিনি।