promotional_ad

হার দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের, ফাইল ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। আরেকবার ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ফলে বড় হলো না পুঁজি। বোলাররাও স্বল্প লক্ষ্যের ম্যাচে আটকাতে পারল না সাউথ আফ্রিকাকে। আর তাই সাউথ আফ্রিকার বিপক্ষে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ।


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার পুরো ২০ ওভার খেলে মাত্র তিনটি উইকেট হারালও বাংলাদেশ। যদিও দলটি করেছে মাত্র ১০৬ রান। গোটা ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছে মোটে ৮টি (৭ চার, এক ছক্কা)।


দলের হয়ে ৪৩ বলে চারটি চারে সর্বোচ্চ ৩৮ রান করেন সোবহানা মোস্তারি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৮ বলে খেলে অপরাজিত রয়ে যান ৩২ রানে।



promotional_ad

স্বল্প পুঁজিতে বোলাররা পারেননি লড়াই জমাতে। সাউথ আফ্রিকা লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৬ বল হাতে রেখে। ছন্দে থাকা সাউথ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্টকে দ্রুত ফেরানো গেলেও, বাংলাদেশ ক্যাচ ছাড়ে তিনটি, রান আউটের সুযোগ হারায় একাধিকবার।


দিলারা আক্তার শুরুতেই ফিরে যান শূন্য রান করে। দলীয় অষ্টম ওভারে ফিরে যান সাথী রানি। তার ব্যাটে আসে ৩০ বলে ১৯ রানের ইনিংস। তারপর ৪৫ রানের জুটি গড়েন সোবহানা ও জ্যোতি। শেষ পর্যন্ত জ্যোতির সঙ্গে চার রানে অপরাজিত তাকেন স্বর্ণা আক্তার।


পরের ইনিংসে ফাহিমা খাতুনের বলে লরাকে স্টাম্পিং করে বিদায় করেন জ্যোতি। এরপর দলীয় ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। ৪১ বলে ৪২ রান করে রিতু মনির বলে বোল্ড হন তাজমিন ব্রিটস।


দলীয় ৮১ রানে ফাহিমার দ্বিতীয় শিকার হন আনেকে বসচ। তার ব্যাটে আসে ২৫ রান। দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া ম্যারিযেন কাপ ১৩ বলে ১৩ এবং কোল ট্রিয়ন ১৩ বলে ১৪ রান করেন।



স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball