promotional_ad

সাকিবের বিদায়ী ‘পার্টি’ পণ্ড করতে চায় সাউথ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, সম্ভব হলে ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুরে খেলতে চান। সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে তারকা অলরাউন্ডারের এমন চাওয়া পূরণ করা সম্ভব। তবে সাদা পোশাকের ক্রিকেট নিয়ে সাকিবের স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা।


শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার আগে থেকেই দেশের বাইরে আছেন সাকিব। পাকিস্তান সফর চলাকালীন হত্যা মামলায় আসামী করা হয় তাকে। এমন অবস্থায় সরকারের সবুজ সংকেত ছাড়া দেশে আসা নিরাপদ মনে করছেন না সাকিব। কানপুরে টেস্টকে বিদায় বলার আগে তাই বিসিবির কাছ থেকে নিরাপত্তা চেয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার নিশ্চয়তা পেলেই কেবল বাংলাদেশে আসবেন তিনি।



promotional_ad

বিসিবির পক্ষ থেকে সভাপতি ফারুক আহমেদ অবশ্য নিশ্চিত করেছেন, সাকিবের নিরাপত্তা দেয়ার বিষয়টি তাদের হাতে নেই। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাঁকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’


ফারুক সেদিন নিরাপত্তা নিয়ে বল ঠেলে দিয়েছিলেন সরকারের কোর্টে। আসিফ মাহমুদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা গেলেও নেতা সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না। তাকে নিয়ে জনমনের মানুষের মনে তৈরি হওয়া ক্রোধ তাকেই প্রশমিত করতে হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফের এমন কথায় সাকিবের বাংলাদেশে আসার সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে।


এমনটা হলে কানপুর টেস্টই হতে পারে সাকিবের সাদা পোশাকের ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে কোনভাবে সরকারের সবুজ সংকেত পেয়ে মিরপুর টেস্ট খেলতে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মিরপুরে খেললে নিশ্চিতভাবেই সাকিবকে ভালোভাবে বিদায় দিতে চাইবে বাংলাদেশ। সাকিব নিজেও হয়ত সেরা পারফরম্যান্সে বাংলাদেশকে জিতিয়ে বিদায় নিতে চাইবেন। তবে সাকিবের বিদায়ী ‘পার্টি’ পণ্ড করতে চায় সাউথ আফ্রিকা।



প্রধান কোচ শুকরি কনরোড বলেন, ‘একজন ক্রিকেটার যখন অবসর নেয় তখন আশেপাশে অনেক কিছুই হয় এবং আমরা সেটা দেখে অভ্যস্ত। আমরা এজন্যই আন্তর্জাতিক ক্রিকেট খেলি কারণ এখানে প্রধান ইভেন্টের সাথে আরও কিছু কিছু গল্প থাকে। এটা আরও বেশি রোমাঞ্চিত এবং চ্যালেঞ্চিং করে তোলে। বাংলাদেশ তাকে (সাকিব আল হাসান) ভালোভাবে বিদায় দিতে চাইবে এবং সে নিজেও ভালোভাবে বিদায় নিতে চাইবে। সেখানে আমরা তাদের পার্টি পণ্ড করতে চাই।’


লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দে নেই সাকিব। কানপুর টেস্টেও দেখা গেছে সেটার প্রতিফলন। দুই ইনিংস মিলে করেছেন মাত্র ৯ রান। তবে বল হাতে নিয়েছেন ৪ উইকেট। মিরপুরে খেলার সুযোগ না পেলে এটাই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট পারফরম্যান্স হয়ে থাকবে। এমনটা হলে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার হয়েও বাংলাদেশের মাটিতে বিদায় নেয়া হচ্ছে না সাকিবের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball