রেকর্ড জয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। অভিষেক হওয়া অফ স্পিনার নিশান পেইরিসের দারুণ বোলিংয়ে ভর করে কিউইদের হোয়াইটওয়াশের স্বাদ দিল লঙ্কানরা।
এই ম্যাচ ইনিংস ও ১৫৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। কিউইদের বিপক্ষে এটাই লঙ্কানদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৯৮ সালে গলেই ইনিংস ও ১৬ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এদিকে এ নিয়ে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের স্বাদ পেল নিউজিল্যান্ড।

এর আগে ২০০৯ সালে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৬০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। এরপর কিউইদের ৮৮ রানে গুঁড়িয়ে দিয়ে ৫১৪ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেলেও তারা শ্রীলঙ্কার সংগ্রহকে অতিক্রম করতে পারেনি। সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন পেইরিসই। তিনি একাই নিয়েছেন ৬ উইকেট।
এ ছাড়া ৩টি উইকেট নিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। একটি উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার গ্লেন ফিলিপস। এ ছাড়া মিচেল স্যান্টনার ৬৭, ডেভন কনওয়ে ৬১ ও টম ব্লান্ডেল ৬০ রানের ইনিংস খেলেছেন।
প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে শ্রীলঙ্কান রান পাহাড়ে পৌঁছে গিয়েছিল। দীনেশ চান্দিমালের সঙ্গে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ডের পাতাতেই পৌঁছে গেছেন কামিন্দু।
এই সিরিজে দারুণ পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে লঙ্কানদের কাছে সিরিজ হতছাড়া হওয়া নিউজিল্যান্ড যাবে ভারত সফরে। আসন্ন এই সিরিজে তিনটি টেস্ট খেলবে দুটি দল। ভারত-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ১৬ অক্টোবর।