জয়ের প্রহর গুনছে শ্রীলঙ্কা, রাচিনে স্বপ্ন দেখছে কিউরাও

সংবাদ · শ্রীলঙ্কা - বাংলাদেশ সিরিজ
জয়ের প্রহর গুনছে শ্রীলঙ্কা, রাচিনে স্বপ্ন দেখছে কিউরাও
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

গলে প্রথমবারের মতো জিততে টেস্টের পঞ্চমদিনে ৬৮ রান করতে হবে নিউজিল্যান্ডকে। ৯১ রানে অপরাজিত থেকে সফরকারীদের অসম্ভব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রাচিন রবীন্দ্র। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দিচ্ছেন এজাজ প্যাটেল। ব্যাটিংয়ে আসার অপেক্ষায় আছেন কেবল পেসার উইল ও’রুর্কি। কিউইদের তুলনায় শ্রীলঙ্কার কাজটা তুলনামূলক সহজ। সকালের শুরুতে নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে আউট করতে পারলেই গল টেস্টে জিতবে স্বাগতিকরা।

২৭৫ রান তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি একদমই। ইনিংসের দ্বিতীয় ওভারে আসিথা ফার্নান্দোর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন ডেভন কনওয়ে। বাঁহাতি ওপেনারকে হারিয়ে কেন উইলিয়ামসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন টম লাথাম। তারা দুজনে মিলে যোগ করেন ৪৫ রান। উইকেটে থিতু হওয়া উইলিয়ামসনকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রবাথ জয়াসুরিয়া।

বাঁহাতি স্পিনারের বলে স্টাম্পিং হয়েছেন ৪৬ বলে ৩০ রানের ইনিংস খেলা উইলিয়ামসন। একটু পর ফিরেছেন লাথামও। ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। দলের রান একশ হওয়ার আগে আউট হয়েছেন ড্যারিল মিচেলও। রমেশ মেন্ডিসের বলে বোল্ড হয়েছেন ৮ রান করা ডানহাতি এই ব্যাটার। মিচেল ফেরার পর অবশ্য জুটি গড়ার চেষ্টা করেন রাচিন ও টম ব্লান্ডেল।

তাদের দুজনের ৫৬ রানের জুটি ভেঙেছে ব্লান্ডেলের বিদায়ে। দারুণ ব্যাটিং করতে থাকা এই ব্যাটারকে ফিরিয়েছেন জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়েছেন ৩০ রান করা ব্লান্ডেল। দ্রুতই ফিরে গেছেন গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার এবং টিম সাউদি। তাদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন রাচিন।

তরুণ এই ব্যাটার পঞ্চাশ পেয়েছেন ৯৪ বলে। নিউজিল্যান্ডের আশার আলো হয়ে ৯১ রানে অপরাজিত আছেন রাচিন। তাকে সঙ্গ দিচ্ছেন ১৫ বলে রানের খাতা খুলতে না পারা প্যাটেল। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২০৭ রান। এখন পর্যন্ত লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস এবং জয়াসুরিয়া। একটি করে উইকেট শিকার করেছেন ধনাঞ্জয়া ও আসিথা।

৪ উইকেটে ২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। জাতীয় নির্বাচনের ২১ সেপ্টেম্বর টেস্টের বিরতি ছিল। বিরতি কাটিয়ে মাঠের খেলা শুরু হওয়ার পর ৭২ রান যোগ করে অল আউট হয় স্বাগতিকরা। লঙ্কানদের ধসিয়ে দেয়ার কাজটা একাই করেছেন প্যাটেল। বাঁহাতি স্পিনার ৯০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন। এ ছাড়া ও’রুর্কি তিনটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: this topic