promotional_ad

ক্রিকেটারদের ১৭ দাবি, সামর্থ্য অনুযায়ী পূরণের আশ্বাস বিসিবির

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তৃণমূলের ক্রিকেটাররা লম্বা সময় ধরে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে ও খেলার সুযোগ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ১৭ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।


রবিবার বিসিবি প্রাঙ্গনে হাজির হয়েছিলেন বিভিন্ন জেলার প্রায় ৩০০ ক্রিকেটার। যদিও এদিন বিসিবি প্রধান ফারুক আহমেদের সঙ্গে আলোচনার সুযোগ হয়নি তাদের। বিসিবিত নতুন সভাপতি এসিসির মিটিংয়ে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছেন।



promotional_ad

যদিও বোর্ডের পক্ষ থেকে তাদের সঙ্গে একাডেমী মাঠে দেখা করেছেন বিসিবি পরিচালক ফাহিম। ক্রিকেট বোর্ড নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেটারদের দাবি পূরণ করবে বলেও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। ক্রিকেটের ভালোর জন্য সব রকমের সহযোগীতারও আশ্বাস দেন তিনি।


ফাহিম ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, 'তোমাদের যে দাবিদাওয়া আছে, আমার মনে হয় এখন ক্রিকেট বোর্ডের চেষ্টা হবে যাতে ক্রিকেটের ভালো হবে সেই জিনিসটাকে দেখা। সেটা করার জন্য যা যা করা দরকার সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে। জেলা পর্যায়ে লিগ চালু করা থেকে, জেলা পর্যায়ে দল তৈরি করা যায়। জেলা পর্যায়ে যেন উইকেট থাকে।'


তিনি আরও বলেন, 'খেলোয়াড়দের ওয়েলফেয়ার যদি বলি, প্রতিযোগিতা বাড়ানোর কথা যদি বলি, সিষ্টেমেটিকালি ফেয়ারলি যেন সব সিদ্ধান্ত নেয়া হয়। এসব ব্যাপার নিশ্চয়ই ক্রিকেট বোর্ড দেখবে। এই ব্যাপারে আমরাও চোখ রাখব। একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পার, ক্রিকেট বোর্ড সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে।'



মেধা অনুযায়ী মূল্যায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, 'তোমাদের পাশে থাকতে যেন ক্রিকেট খেলে তোমাদের মেধাকে তুলে ধরতে পার। মেধা অনুযায়ী যেন মূল্যায়ন হয়। এবং তোমাদের একটা নিশ্চয়তা যেন থাকে। তোমাদের যত দাবি আছে সব দাবি হয়ত এই মুহূর্ত পালন করা সম্ভব হবে না। আমাদের ইচ্ছা থাকবে যতটা সম্ভব করা যায়। তোমরা তো বটেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট যেন লাভবান হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball