promotional_ad

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন সভাপতি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা।


সেখানেই এক যুগ দায়িত্ব পালনের পর নিজের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকেও। তারা দুজনে নিযুক্ত হয়েছেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববির জায়গায়।



promotional_ad

দুজনই ক্রীড়া পরিষদের নির্বাচিত হিসেবে পরিচালকের পদে দায়িত্ব পালন করেছেন এতদিন। এদিকে নিজের দায়িত্ব নিয়ে ফারুক জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ঢেলে সাজাতে চান তিনি। দেশের ক্রিকেটে কাজ করার অনেক জায়গা রয়েছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়াই তার প্রথম লক্ষ্য।


বিসিবির প্রকাশিত এক ভিডিওতে নবনির্বাচিত এই সভাপতি বলেন, 'লক্ষ্য তো অনেক বড়। প্রথম এবং প্রধান লক্ষ্য দেশের সম্মান ও দেশের মুখ উজ্জ্বল করা। দলকে খুব ভালো একটি জায়গায় দেখতে চাই। বড় একটি ব্যাপার কীভাবে দেখন। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেকদিন ধরে কাজ হয়েছে, কাজ হয় নাই এমন প্রশ্ন আছে।'


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ফারুক। এরপর খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর দুই মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অধিনায়ক। ২০১৬ সালে তিনি দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক প্যানেলের বিরোধিতা করে পদত্যাগ করেন। এরপর আর দেশের ক্রিকেটে দেখা যায়নি তাকে।



নিজের লক্ষ্যের কথা জানিয়ে ফারুক বলেন, 'আমার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি মাথায় রাখি তাহলে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যাই। দেশের ক্রিকেট এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball