promotional_ad

দেড় মাস পর অনুশীলনে মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর থেকেই বিশ্রামে ছিলেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেয়ায় বাংলাদেশ টাইগার্সের ব্যানারে সিলেট, চট্টগ্রাম কিংবা মিরপুরের কোন অনুশীলন ক্যাম্পে ছিলেন না বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।


যার ফলে মুশফিকুর রহিম খেললেও বাংলাদেশ টাইগার্সের জার্সিতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার দেড় মাস পর অবশেষে মিরপুরে দেখা গেল অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ২০ আগষ্ট (মঙ্গলবার) সকালের নাগাদ অনুশীলন করতে দেখা যায় তাকে।



promotional_ad

মিরপুরে এসেই ইনডোর গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করতে নেমে পড়েন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফ স্পিনার শেখ মেহেদী। তারা দুজনই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। রিশাদ অবশ্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত অনুশীলন করছিলেন রিশাদ।


এবার রিশাদ-ইবাদতদের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ। অনুশীলনের শুরুতে একটু বেগ পেতে হয়েছে তাকে। তবে পরবর্তীতে রিভার্স সুইপ খেলে সফল হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ধারণা করা হচ্ছে, ভারত সফরকে সামনে রেখে ব্যক্তিগতভাবে অনুশীলনে নেমে পড়েছেন তিনি।


আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতের দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ভালো করতে না পারার পরও অবসর নেননি তিনি। যার ফলে নির্বাচকরা দলে রাখলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball