দেড় মাস পর অনুশীলনে মাহমুদউল্লাহ

সংবাদ
দেড় মাস পর অনুশীলনে মাহমুদউল্লাহ
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর থেকেই বিশ্রামে ছিলেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেয়ায় বাংলাদেশ টাইগার্সের ব্যানারে সিলেট, চট্টগ্রাম কিংবা মিরপুরের কোন অনুশীলন ক্যাম্পে ছিলেন না বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।

যার ফলে মুশফিকুর রহিম খেললেও বাংলাদেশ টাইগার্সের জার্সিতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার দেড় মাস পর অবশেষে মিরপুরে দেখা গেল অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ২০ আগষ্ট (মঙ্গলবার) সকালের নাগাদ অনুশীলন করতে দেখা যায় তাকে।

মিরপুরে এসেই ইনডোর গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করতে নেমে পড়েন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফ স্পিনার শেখ মেহেদী। তারা দুজনই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। রিশাদ অবশ্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত অনুশীলন করছিলেন রিশাদ।

এবার রিশাদ-ইবাদতদের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ। অনুশীলনের শুরুতে একটু বেগ পেতে হয়েছে তাকে। তবে পরবর্তীতে রিভার্স সুইপ খেলে সফল হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ধারণা করা হচ্ছে, ভারত সফরকে সামনে রেখে ব্যক্তিগতভাবে অনুশীলনে নেমে পড়েছেন তিনি।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতের দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ভালো করতে না পারার পরও অবসর নেননি তিনি। যার ফলে নির্বাচকরা দলে রাখলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেন তিনি।

আরো পড়ুন: this topic