promotional_ad

গম্ভীর-মরকেলের শুন্যতা জহিরকে দিয়ে পূরণ করাতে চায় লক্ষ্ণৌ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম

২৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের দু’বার কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর বা পরামর্শক হিসেবে যোগ দিতে পারেন জহির খান। ভারতের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ। ভারতের বিশ্বকাপজয়ী এই পেসারের সঙ্গে নাকি ইতোমধ্যেই আলোচনা করেছে লক্ষ্ণৌ।


লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটির মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ২০২৩ সালে লক্ষ্ণৌ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে পাড়ি জমান তিনি। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে ২০২৪ সালে দলটিকে শিরোপাও জেতান তিনি।



promotional_ad

বর্তমানে গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হিসেবে আছেন। আর এই জায়গাতেই দায়িত্ব নিতে পারেন জহির। গম্ভীর লক্ষ্ণৌয়ের দায়িত্ব ছাড়ার পর থেকে সেই দলে কোনও মেন্টর ছিলেন না। সঞ্জীব গোয়েঙ্কার দল বেশ কিছুদিন ধরেই মেন্টরের সন্ধানে ছিল।


ভারতের গণমাধ্যম বলছে, জহিরকে দলে নিয়ে দুটি কাজ একসঙ্গে করতে চায় লক্ষ্ণৌ। প্রথমত তিনি গম্ভীরের জায়গায় মেন্টরের দায়িত্ব পালন করবেন। একইসাথে পেস বোলিং কোচ বা পরামর্শদাতার ভূমিকাও পালন করতে পারবেন।


লক্ষ্ণৌ দলে এর আগে বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন মরনে মরকেল। তিনি এখন ভারতীয় দলের পেস বোলিং কোচ। জহিরকে দলে নিয়ে একইসঙ্গে দুটি ঘাটতি পূরণ করতে চায় লক্ষ্ণৌ



কোচ বা মেন্টর হিসেবে জহিরের অভিজ্ঞতা সাবলীল। পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলে বেশ কয়েকবছর কাজ করেছেন তিনি। এ ছাড়া ভারতীয় দলে থাকাকালীন সিনিয়র হিসাবে তরুণ পেসারদের তৈরি করার দায়িত্বও নিয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball