promotional_ad

বিসিবি ঘুরে সমস্যা নোট করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ১৯ আগষ্ট (সোমবার) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে এসেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের প্রথম পরিদর্শনে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পাশাপাশি পুরো বিসিবি ঘুরে সমস্যাগুলো নোট করেছেন তিনি। যা পরবর্তীতে ঠিক করার আশ্বাস দিয়েছেন আসিফ।


সকাল ১২ টা নাগাদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ পরিদর্শনে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা। যেখানে ঘুরে ঘুরে সব ধরনের সুযোগ-সুবিধা দেখে নিয়েছেন আসিফ। তবে আগের রাতেই খবর বেরোয় মিরপুরের বিসিবি কার্যালয় পরিদর্শনে আসবেন তিনি। যার ফলশ্রুতিতে সকাল ১১ টা থেকেই তাকে বরণ করে নিতে ভীড় জমে যায়।



promotional_ad

যেখানে ক্রিকেট সমর্থকদের পাশাপাশি ক্রিকেট সংগঠকরাও ছিলেন। একটা অংশে শিক্ষার্থীও বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সবার অপেক্ষা শেষ করে বেলা ১টার দিকে মিরপুরে আসেন আসিফ। এরপর তাকে কার্যালয়ে নিয়ে যান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। তার সঙ্গে আলোচনা শেষে মাঠের বিসিবির বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেছেন আসিফ।


যার অংশ হিসেবে মিরপুর স্টেডিয়ামের মাঠ, প্রেসবক্স, একাডেমি মাঠ ঘুরে দেখেছেন তিনি। যেখানে পুরোটা সময় বিসিবির প্রধান নির্বাহীর পাশাপাশি সঙ্গে ছিলেন তামিম ইকবাল। একটা পর্যায়ে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টা। নিজামউদ্দিন জানান, বিভিন্ন ফেডারেশন পরিদর্শনের অংশ হিসেবেই বিসিবিতে এসেছিলেন তিনি।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘অফিস পরিদর্শন করেছেন এবং আমাদের যে সুযোগ-সুবিধাগুলো আছে সেগুলো দেখেছেন। তার আজকে আসার মূল যে বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি উপদেষ্টা মহাদয়ের হয়ত আরও পরিকল্পনা আছে, শিগগিরই অন্যান্য ফেডারেশনগুলোতেও হয়ত যাবেন। সেটার ধারাবাহিকতায় হয়ত আমাদের ক্রিকেট বোর্ডে এসেছিলেন।’



পরিদর্শনের অংশ হিসেবে সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিসিবি) যাওয়ার কথা থাকলেও সেখানে যেতে পারেননি ক্রীড়া উপদেষ্টা। তবে ক্রীড়া পরিদপ্তর ও বিসিবিতে এসে ঘুরে গেছেন। মিরপুরের অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখার পাশাপাশি সমস্যাগুলোও নোট করে নিয়েছেন আসিফ। সেই সঙ্গে সেগুলো সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সুযোগ-সুবিধাগুলো আছে সবগুলো ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, বিসিবিও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখছিলাম। নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সেসব একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball