ঋণ পূরণ করছেন স্টোকস

ছবি:

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরলো ইংল্যান্ড। প্রথমে ফিল্ডিং করে মাত্র ২২৩ রানেই স্বাগতিকদের গুটিয়ে দেয় সফরকারীরা।
২২৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও প্রথমের দিকে খুব সুবিধা করতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। দলীয় ১৫ রানেই ওপেনার জেসন রয় ফিরে যায়। এরপর জো রুটও বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে পারেনি। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে জনি বেয়ারস্টো এবং অধিনায়ক ইয়ান মরগানের ব্যাটে ম্যাচে ফেরার আভাস দেয় ইংলিশরা।
দলীয় ৮৭ এবং ব্যক্তিগত ৩৭ রানে বেয়ারস্টো আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক মরগানের সাথে ৮৮ রানের পার্টনারশিপে গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান বেন স্টোকস।
প্যাভিলিয়নে ফেরার আগে ছয়টি চার ও তিনটি ছয়ে ৬৩ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ইংলিশ দলপতি। শেষ পর্যন্ত ৭৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন স্টোকস, বাটলারের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস।
যার ফলে ৩৭.৫ ওভারেই ছয় উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ইংলিশরা। স্বাগতিকদের হয়ে ট্রেন্ট বোল্ট দুটি এবং ফারগুসন একটি উইকেট পায়।

এর আগে ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। দলীয় নয় রানের ভেতর দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রস টেইলরও উইকেটে দাঁড়াতে পারেনি বেশিক্ষণ। ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এক পর্যায়ে ১০৮ রানে ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা।
তবে এই ব্যাটিং বিপর্যয়ে মাঝেও একপাশ আগলে রেখে অর্ধশতক পূর্ণ করেন ওপেনার মারটিন গাপটিল। ৫০ রান করেই মইন আলীর বলে আউট হয়ে যান তিনি।
তবে শেষের দিকে গ্র্যান্ডহোমের ৪০ বলে ৩৮ রানের দায়িত্বশীল এবং মিচেল স্যান্টনারের ৫২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে কিউইরা।
তবে আশ্চর্যের বিষয় হল স্বাগতিকদের পুরো ইনিংসে চার জন ব্যাটসম্যান রান আউট হয়ে ফিরে গেছেন। নিজেদের ভুল সিদ্ধান্তেই টেইলর, গ্র্যান্ডহোম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট একে একে ফিরে গেছে রান আউটের ফাঁদে পড়ে।
ইংলিশদের পক্ষে ক্রিস ওকস, মইন আলী এবং বেন স্টোকস দুটি করে উইকেট লাভ করে। ম্যাচ সেরা নির্বাচিত হন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ওয়েলিংটনে আগামী ৩রা মার্চ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বর্তমানে ৪২০ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডার তালিকায় প্রথম স্থানে আছেন বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান। বেন স্টোকসের অবস্থান ৩৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে। এইভাবে খেলতে থাকলে, সাকিবকেও টপকে যেতে পারেন এই ইংলিশ তারকা।