ম্যাচ শেষে নিজেদের পরিকল্পনা খোলাসা করেছেন সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে কোনো রান যোগ করার আগেই ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সুপার ফোরের ম্যাচেও ১ রানে দলের প্রথম উইকেটের পতন হয়েছিল। সাইফ জানিয়েছেন তাদের পাল্টা আক্রমণের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাতেই সফল হয়েছেন তিনি।
পরিকল্পনার কথা জানিয়ে সাইফ বলেন, 'উইকেট পড়ার পর আমাদের পরিকল্পনা ছিল যে আমরা পাল্টা আক্রমণ করব। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও, আমরা টিম মিটিংয়ে বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভালো ছিল। উনি বুঝতে পারছিলেন যে পরের বলটা কী হতে পারে এবং সেটাই আমাকে বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।'
লঙ্কানদের বিপক্ষে ১৯ ও ২০তম ওভারে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজ ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন। সেই ওভারে এক রান আউটসহ ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। আর শেষ ওভারে তাসকিন খরচ করেন স্রেফ ১০ রান। যেখানে ধারণা করা হচ্ছিল ১৯০ রানের মতো সংগ্রহ করবে শ্রীলঙ্কা। সেই দলকেই ১৬৮ রানে থামায় বাংলাদেশ।
ম্যাচ শেষে তাসকিনের বোলিংয়ের প্রশংসা করেছেন সাইফ। জানিয়েছেন গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন বাঁহাতি এই পেসার। তাকে বিশ্বমানের আখ্যা দিয়েছেন সাইফ। জানিয়েছেন তার যেকোনো পরিস্থিতিতে বোলিংয়ের দক্ষতা এই ম্যাচে বেশ ভালোভাবে কাজে লেগেছে।
তিনি বলেন, 'ফিজ ভাইয়ের বোলিং তো সবসময়ই অসাধারণ। উনি গত কয়েক মাস ধরেই খুব ভালো ছন্দে আছেন। আজকের ম্যাচেও উনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। উনি একজন বিশ্বমানের বোলার এবং এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তাঁর জন্য অনেক সহজ।'