ধারাবাহিকতার খোঁজে পিতৃতুল্য ওয়ালশ

ছবি:

'আমি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব পেয়েছি। আমরা গত কয়েকটি সিরিজ ধরেই হেড কোচ ছাড়া পার করেছি। আমাকে বলা হয়েছিলো এই কাজটি নেয়ার জন্য। এর জন্য অবশ্য লম্বা কোনো আলোচনার প্রয়োজন পড়েনি।'
শুধুমাত্র নিদাহাস ট্রফির জন্য হটাত করেই দলের হেড কোচ হওয়ার পরে মিডিয়ার সামনে এমনটা জানাচ্ছিলেন কোর্টনি ওয়ালশ। "আমি এখানে আছি বাংলাদেশের ক্রিকেটের জন্য যা কিছু ভালো হয় তা করার জন্যই, দলকে আরো ধারাবাহিক করার চেষ্টাও করে যাচ্ছি আমি।"
এদিনে নিজের ভূমিকা পরিষ্কার করলেন নিজেই। ক্রিকেটারদের আরও বেশী ধারাবাহিক করে তোলার চেষ্টা করার পাশাপাশি ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তোলার দিকেই মূল লক্ষ্য থাকবে তার।

'এই ভূমিকা আসলে অনেকটা পিতৃত্বের মতো, বিশেষ করে তাদের আত্মবিশ্বাস প্রদান করার বিষয়টি। আমাদের নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকে অতিরিক্ত কাজের জন্য প্রস্তুত হতে পারে যেটি আমাদের ফর্মে ফিরতে সাহায্য করবে।
'দলের জন্য ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মধ্যে বিশ্বাস থাকতে হবে। তেমনটি থাকলে প্রত্যেকেই দলের জন্য খেলবে এবং যা করণীয় তা করতে পারবে। মূলত এটাই হবে আমার প্রধান নীতি।'
তবে মূল চ্যালেঞ্জটা অবশ্যই ক্রিকেটারদের ধারাবাহিকতা রক্ষা করা নিয়ে, সেটা মানছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী ক্রিকেটার। ক্রিকেটারদের বরাবরের মতোই আরও পরিশ্রমী হওয়ার নির্দেশ তার।
'আমাদের মধ্যে কিছুটা ধারাবাহিকতার অভাব রয়েছে। এখানে প্রতিভা রয়েছে। ছেলেরাও যথেষ্ট পরিশ্রম করে। আমরা যদি ধারাবাহিক হতে পারি, তাহলে বেশ ভালো হবে। এটাই আসলে আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ এবং এটি আমার জন্য বেশ পরিশ্রমেরও বটে।'