গাঙ্গুলির ইচ্ছাতেই কোচ হয়েছিলেন 'বিতর্কিত' চ্যাপেল

ছবি:

সম্প্রতি আত্মজীবনী প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর তাতেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন সময়ের কথা উল্লেখ করেছেন তিনি।
বাদ যায়নি তার সময়কার বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেল সম্পর্কেও। প্রসঙ্গত, সৌরভের ক্যারিয়ারের শেষ দিকে তাকে দল থেকে ছিটকে দেন তৎকালীন ভারতীয় কোচ চ্যাপেল। পরে অবশ্য আবারো জাতীয় দলে জায়গা করে নেন সৌরভ।
এছাড়াও ভারতীয় ক্রিকেটের চ্যাপেলের ধ্বংসযজ্ঞের কথা এখন সবারই জানা। ইরফান পাঠানকে জোরপূর্বক ব্যাটিং অলরাউন্ডার বানাতে চাওয়া অথবা শচিনকে ওপেন থেকে চারে নামিয়ে আনার মতো বেশ কিছু হাস্যকর সিদ্ধান্ত নিয়েছিলেন চ্যাপেল।

আর সৌরভের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা তো আছেই। তবে নিজের লেখা আত্মজীবনীতে সৌরভ জানান, চ্যাপেলকে তার পছন্দেই কোচ বানানো হয়েছিলো। 'একটি সেঞ্চুরিই যথেষ্ঠ নয়' নামের আত্নজীবনীতে সৌরভ লিখেছেন,
'আমাদের শেষ সভায় গ্রেগ তার গভীর ক্রিকেটের চিন্তা দিয়ে আমাকে মুগ্ধ করেছিলেন। অনেকেই সেই সময় আমাকে চ্যাপেলের বিরুদ্ধে যেতে বলেছিল। সুনীল গাভাস্কারও মানা করেছিলো আমাকে।
'বলেছিল চ্যাপেলের কোচিং রেকর্ড তেমন ভাল না। তবে আমি শুনিনি। বোর্ড যখন একজন ভারতীয় কোচের আশায় ছিল আমি তখন জাগমোহন ডালমিয়াকে আমার ব্যক্তিগত পছন্দের কথা জানালাম। শেষপর্যন্ত চ্যাপেলই কোচ হলো।'
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ