ফিরেছেন ডি ভিলিয়ার্স-ডুপ্লেসিসরা

ছবি:

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শনিবার আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে স্বাগতিকরা।
ঘোষিত এই দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলা উইকেট রক্ষক হেনরিচ ক্লাসেন। নিয়মিত উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ইনজুরিতে থাকায় দলে সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এছাড়াও প্রথম বারের মত ডাক পেয়েছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। তবে আসন্ন টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে থাকা অলরাউন্ডার ক্রিস মরিস, আন্দাইল ফিহলুকয়ায়ো এবং ডুয়ানে অলিভার।

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স এবং টেম্বা বাভুমা। ইনজুরির কারনে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি এই তিনজন।
তবে এখনও ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে দলে ফেরা হয়নি পেসার ডেল স্টেইনের। সিরিজের তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে এই পেসারের।
দক্ষিণ আফ্রিকা একাদশঃ কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডুপ্লেসিস, ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, ডিন এলগার, হেনরিচ ক্লাসেন, উইয়ান মুল্ডার, এইডেন মার্কাম, কেশব মাহারাজ, কাগিসো রাবাদা, ভারনন ফিলান্ডার, লুঙ্গিসানী নগিদি, মরনে মরকেল, থিউনিস ডি ব্রুন।