ওয়ানডে দলে ফিরলেন সোধি

ছবি:

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দলের নিয়মিত লেগ স্পিনার ইস সোধি আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন। ২০১৭ সালের মে মাসে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন সোধি।
জাতীয় দলের জার্সি গায়ে অনেক আগেই অভিষেক হয়েছে তাঁর। যথারীতি ২০১৩ সালে টেস্ট, ২০১৪ সালে টি-টুয়েন্টি এবং ২০১৫ তে ওয়ানডের মধ্যদিয়ে কিউই দলে জায়গা করে নেন এই লেগ স্পিনার।
এরপর আর পিছে তাকাতে হয়নি তাকে। নিয়মিত বোলিং পারফর্মেন্স দেখিয়ে কিউই দলের অন্যতম সেরা বোলার এখন সোধিই। তবে গত বছরের মাঝামাঝিতে ওয়ানডেতে দলের হয়ে আশানুরূপ পারফর্ম করতে না পারায় আয়ারল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়ে এই স্পিনার।

তবে নিয়মিত টি-টুয়েন্টি খেলে গেছেন দলের হয়ে। অসাধারণ পারফর্মেন্সের ভিত্তিতে বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ ফরম্যাটে বিশ্বের তিন নাম্বর বোলিং এখন তিনিই। এক নাম্বরে অবস্থান করছে তারই স্বদেশী মিশেল স্যান্টনার।
ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য স্যান্টনার এবং টড এস্টেলের ইঞ্জুরির শঙ্কা থাকায় তাদের বদলি হিসেবেই সোদিকে দলে ডাকা হয়েছে বলে জানিয়েছে নির্বাচকরা।
পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে ইংলিশরা যাচ্ছে নিউজিল্যান্ডে। আগামি ২৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।