রশিদ খানের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো আফগানরা

ছবি:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছিল আফগানিস্তান। শেষ ওয়ানডে ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে ৪-১ এ ব্যবধানে সেই দূরত্ব বাড়ালো আফগানরা। নিয়ম রক্ষার পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছিলো দু দল।
জিম্বাবুয়ের সুযোগ ছিল শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে হারের ব্যবধান কমানো। কিন্তু সেটাও হতে দিল না আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচে আফগানদের ছুঁড়ে দেওয়া ২৪২ রানের টার্গেটে সব উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
ফলে ১৪৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে তারা।তবে তৃতীয় উইকেট জুটিতে জাভেদ আহমাদি এবং রহমত শাহের ১২৯ রানের জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আফগানরা।

কিন্তু দলীয় ১৪২ থেকে ১৪৮ রানের মাথায় এই দুজন আউট হয়ে সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। তবে শেষের দিকে সারাফুদ্দিন আশরাফ এবং রশিদ খানের ব্যাটিং দৃঢ়তায় নয় উইকেট হারিয়ে ২৪১ রানের লড়াকু স্কোর দাঁড় করায় তারা।জিম্বাবুয়ের হয়ে টেন্ডাই চাতারা, মুজারাবানি এবং সিকান্দার রাজা দুইটি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। আফগানদের বোলিং তোপে জিম্বাবুয়ের টপ অর্ডার থেকে শুরু করে কোন ব্যাটসম্যানই উইকেটে বেশিক্ষণ স্থির হতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ৯৫ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্পিন তারকা রশিদ খান। মাত্র ৫.১ ওভার বোলিং করে ১৩ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও সারাফুদ্দিন আশরাফ এবং মোহাম্মদ নবী দুটি করে উইকেট নিয়েছেন।
ব্যাট হাতে ২১ রান এবং বোলিংয়ে ২ উইকেট পাওয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সারাফুদ্দিন আশরাফ এবং পুরো সিরিজে ১৬ উইকেট শিকার করা রশিদ খান হয়েছেন সিরিজ সেরা।