টেস্টের পর ওয়ানডেতে ওভারটন

আন্তর্জাতিক
টেস্টের পর ওয়ানডেতে ওভারটন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আসন্ন নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার ক্রেগ ওভারটন। ফ্রন্ট লাইন ফাস্ট বোলার লিয়াম প্লাঙ্কেটের হ্যামস্ট্রিং ইনজুরিতে সুযোগ মিলছে ওভারটনের।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল সমারসেটের হয়ে খেলেন ২৩ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে জাতীয় দলের জার্সিতে এখনো খেলা হয়নি ওভারটনের। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের ১৫ সদস্যার স্কোয়াডেও ছিলেন তিনি।

তবে সর্বশেষ অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের একাদশে ছিলেন তিনি। যেখানে দুই টেস্টে ছয় উইকেট নিয়ে নজর কেড়েছেন সবার।কিন্তু পাঁজরের ইনজুরির কারনে সিরিজ থেকে ছিটকে যান ক্রেগ।

ডান হাতি এই মিডিয়াম পেসার জাতীয় দলের জার্সিতে যে কয় ম্যাচ খেলেছেন তাতে ইতিবাচক পারফর্মেন্স করেই নজর কেড়েছেন নির্বাচকদের। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) একথা জানায়।

অবশ্য পেসার প্লাঙ্কেটের ইনজুরিই ওভারটনে দলে জায়গা পাবার প্রধান কারন বলে জানায় ইসিবি। আসন্ন নিউজিল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২৫ ফেব্রুয়ারী হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।

আরো পড়ুন: this topic