promotional_ad

ভয়ঙ্কর ফাস্ট বোলিংয়ে পরীক্ষা দিতে প্রস্তুত স্মিথ

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ জয়ের পর আবারো শক্তিশালী প্রোটিয়াদের মুখোমুখি হতে যাচ্ছে অজিরা। তবে এবার সফরকারী হয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া।


চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আর কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া। তবে আগে থেকেই এই সিরিজ নিয়ে অনেক উত্তেজনা বিরাজ করছে  অজি ক্যাম্পে।


বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারির শক্তিমত্তা বিবেচনায় আসন্ন সিরিজটি বাড়তি রঙ পাচ্ছে। অধিনায়ক স্টিভ স্মিথ সংবাদ সম্মেলনে জানান,



promotional_ad

'দুই দলের পক্ষ থেকেই শর্ট পিচ বোলিং প্রত্যাশা করা যায়। দুই দলের টপ অর্ডার ব্যাটসম্যান থেকে টেল এন্ডাররাও বাদ যাবে না শর্ট পিচ বোলিংয়ের বিষ থেকে।'


তবে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন অজি কাপ্তান। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ২০১৭ সালে অবিশ্বাস্য সময় কাটানোর পর দক্ষিণ আফ্রিকার ইনফর্ম পেসারদের সামনে পরীক্ষা দিতে চাইছেন তিনি।


'আমি মুখিয়ে আছি বিশ্বের সেরা বোলারদের মোকাবেলা করতে। ব্যাটসম্যান হিসেবে দ্রুত গতির বোলারদের সামলাতে পছন্দ করি আমি। দর্শকদের জন্যও সিরিজটি আকর্ষণীয় হবে।'



জানিয়ে রাখা ভালো, দক্ষিণ আফ্রিকায় চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে পহেলা মার্চ। এর  আগে ২২-২৪ ফেব্রুয়ারী  দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball