promotional_ad

দশ হাজারের দ্বারপ্রান্তে ধোনি

promotional_ad

ওয়ানডে ফরম্যাটে দশ হাজার রানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। আর মাত্র ৩৩ রান করতে পারলেই এই মাইলফলকটি নিজের করে নিবেন ভারতের সাবেক এই অধিনায়ক।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডের পর তার মোট রান ৯৯৬৭। ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে তার মোট রান ছিল ৯৮৯৮। সিরিজে এখনো ১ ম্যাচ বাকি থাকায় তাই আশা করা যাচ্ছে শেষ ওয়ানডেতেই এই মাইলফলক স্পর্শ করে নিবেন ডানহাতি এই ব্যাটসম্যান।


এখন পর্যন্ত ভারের জার্সিতে মোট ৩১৭টি ওয়ানডে খেলেছেন ধোনি। যেখানে ৫১.৩৮ গড়ে ৬৭টি অর্ধশতক এবং ১০টি শতকের মালিক তিনি।  ওয়ানডেতে বিশ্ব ক্রিকেটের এখন পর্যন্ত মোট ১১ জন ক্রিকেটার দশ হাজার রানের মাইলফলকটি স্পর্শ করেছেন।



promotional_ad

আর ধোনি এই মাইলফলকটি নিজের করে নিলেই চতুর্থ ভারতীয় হিসেবে এই ক্লাবে প্রবেশ করবেন। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের লিটল মাষ্টার শচীন টেন্ডুলকার।


যিনি ৪৬৩ ম্যাচ খেলে মোট রান করেছেন ১৮৪২৬। এই রেকর্ডে তার আশে পাশেই কেউ নেই। দ্বিতীয় স্থানে আছেন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। যার ব্যাট থেকে এসেছে মোট ১৪২৩৪ রান।


এছাড়াও অজি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং ১৩৭০৪ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। ১০ হাজার রানের ক্লাবে আরও যারা আছেন তারা হলেন, সানাথ জয়সুরিয়া (১৩৪৩০), মাহেলা জয়াবর্ধনে (১২৬৫০), ইনজামামুল হক (১১৭৩৯), জ্যাক ক্যালিস (১১৫৭৯), সৌরভ গাঙ্গুলী (১১৩৬৩), রাহুল দ্রাবিড় (১০৮৮৯) এবং ব্রেন লারা (১০৪০৫) রান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball