'রাস্তায় মারও খেতে পারি'

ছবি:

হাথুরুসিংহের বিদায়ের পরে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদে রাখা হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। বলতে গেলে সুজনই জাতীয় দলের অঘোষিত কোচ।
কিন্তু সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ বা টেস্ট সিরিজে বাজে পারফর্মেন্সের কারণে মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে খালেদ মাহমুদ সুজনের ডাগআউট সামলানো নিয়ে। আর এসব নিয়েই বিরক্ত সুজন।
'আমি সুজন এত বছর যা করেছি,কখনও শুনিনি ভালো কিছু করেছি। শুধু শুনি খারাপই করেছি। সোশ্যাল মিডিয়া বলেন বা মিডিয়া, আজকে এমনও শুনি যে রাস্তায় গেলে নাকি মারও খেতে হতে পারে। ক্রিকেট খেলার জন্য রাস্তায় মার খেতে হলে তো খুব বিব্রতকর ব্যাপার।'

সোমবার গণমাধ্যমে এভাবেই নিজের ক্ষোভ ঝাড়ছিলেন সুজন। আর এসব কারণে দায়িত্ব ছাড়তেও কোনো আফসোস নেই খালেদ মাহমুদ সুজনের। প্রসঙ্গত, এমনিতেও বোর্ড পরিচালক হিসেবে নিয়োজিত আছেন সুজন।
জাতীয় দলের টিম ডিরেক্টর তিনি। এছাড়াও বিসিবির ক্রিকেট ডেভলপমেন্ট কমিটির প্রধান তিনি। টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব ছাড়লেও এসব পদে দায়িত্ব পালনে কোনো অপারগতা নেই সুজনের। আর এসব পদে ভালো করলেও সেটার সুফল পাচ্ছেন না তিনি, এমনটাই দাবী তার।
'আমি হয়তো বালাদেশের জন্য ভালো কিছু করছি না। যদি ভালো কিছু না করি, তাহলে এখানে থাকার দরকার কী! আমি এখানে কোনো স্বার্থের জন্য আসিনি। কিছু দরকার নেই আমার। আমি খুব ভালো আছি। খুব সুখী আছি। যা চাকরি করি, যতটুক পাই, খুব ভালো আছি।'